আমিরাতকে বিধ্বস্ত করে কাতারে মেসিরা
বিশ্বকাপ মিশন শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা।
বুধবার রাতে নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে আলবিসেলেস্তারা
৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে।
আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে প্রথমার্ধেই চার গোল
আদায় করে জয় নিশ্চিত করে কোচ লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনার অধিনায়ক ও প্রাণভোমরা মেসি একটি গোল করা ছাড়াও আরেক গোলে অ্যাসিস্ট করেন।
জোড়া গোল করেন তারকা অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া।
অপর গোল দুটি করেন জুলিয়ান আলভারেজ ও কার্লোস জোয়াকুইন কোরেয়া।
আর্জেন্টিনা প্রথমার্ধে একচেটিয়া খেললেও বিরতির পর আরব আমিরাত দারুণ প্রতিরোধ গড়ে তোলে।
এ অর্ধে দিয়াগো ম্যারাডোনার উত্তরসূরিদের বিরুদ্ধে অনেকটা
সমানতালে লড়াই করেন স্বাগতিক আমিরাতের ফুটবলাররা।
দুর্ভাগ্য বাদ না সাধলে একটি গোলও পেতে পারত তারা।
কিন্তু তাদের একটি প্রচেষ্টা বারপোস্টে লেগে প্রতিহত হয়।
দুর্দান্ত এই জয়ের এক ঘণ্টা পরেই আর্জেন্টিনা বিশ্বকাপ মিশনে আয়োজক কাতারে এসে পৌঁছেছে।
সেখানে মেসি, মারিয়াদের ফুলেল ভালোবাসায় বরণ করে নেয়া হয়।
তিন যুগের অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্যে কাতারে এসেছে আর্জেন্টিনা।
আগামী মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলবে কোচ লিওনেল স্কালোনির দল।
লুসাইলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
এবার ক্যারিয়ারে টানা পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
৩৫ বছর বয়সী এই মহাতারকা এখন পর্যন্ত সোনার ট্রফি স্পর্শ করতে পারেননি।
সঙ্গতকারণে কাতারেই বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ খুদে জাদুকরের।
১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনরা টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে এসেছে।
আর মাত্র এক ম্যাচ অপরাজিত থাকলেই ইতালির সর্বোচ্চ
৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা।
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও স্পেনকে ছাড়িয়ে এখন ইতালির পরেই আর্জেন্টিনার অবস্থান।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও মেক্সিকোর
বিরুদ্ধে না হারলেই আজ্জুরিদের টপকে এককভাবে বিশ্বরেকর্ডের
মালিক হবে লিওনেল স্কালোনির দল। ২০১৮ সালের ১০ অক্টোবর
থেকে ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ টানা ৩৭ ম্যাচ
অপরাজিত আছে ইতালি। এর মধ্যে ৩০ ম্যাচে জয় ও বাকি সাত ম্যাচে ড্র করে তারা।
স্পেনের কাছে হারের পর রেকর্ডটা আর এগিয়ে নিতে পারেনি ইতালি।
অন্যদিকে ৩৬ ম্যাচে অপরাজিত থাকার পথে আর্জেন্টিনা পেয়েছে ২৭ জয়। বাকি ৯ ম্যাচ ড্র করেন মেসিরা।
আমিরাতের বিরুদ্ধে লক্ষ্যভেদ করে মেসি ক্যারিয়ারের ৯১ নম্বর আন্তর্জাতিক গোল করার কৃতিত্ব দেখিয়েছেন।
ম্যাচের প্রথমার্ধে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা।
১৭ মিনিটে ডি মারিয়ার পাস থেকে গোলরক্ষক খালিদ এইসাকে
একা পেয়েও মেসি বল বাড়িয়ে দেন আলভারেজের দিকে।
দলকে এগিয়ে দিতে অধিনায়কের আস্থার প্রতিদান ঠিকই দিয়েছেন তিনি।
২৫ মিনিটে মার্কোস অ্যাকুনার ক্রস থেকে ডি মারিয়া ব্যবধান দ্বিগুণ করেন।
৩৬ মিনিটে অভিজ্ঞ এই মিডফিল্ডার আমিরাতের একাধিক ডিফেন্ডারকে
কাটিয়ে নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোল করেন।
হ্যামস্ট্রিং ইনজুরির শঙ্কা থাকলেও কোচ লিওনেল স্কালোনি তার ওপর আস্থা রাখেন।
ম্যাচে চোখ ধাঁধানো পারফরমেন্স প্রদর্শন করে ডি মারিয়া বিশ্বকাপ মাতানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন।
ম্যাচের ৪৪ মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে মেসি আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোল করেন।
বদলি খেলোয়াড় কোরেয়া ৬০ মিনিটে দলের শেষ ও পাঁচ নম্বর গোল করেন।
ম্যাচ শেষে আর্জেন্টাইন মিডফিল্ডার রডরিগো ডি পল বলেন, আমরা আত্মবিশ্বাসী।
কিন্তু এই দলের অনেকেরই এটি প্রথম বিশ্বকাপ।
এ কারণেই প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আর্জেন্টিনা
ম্যাচে দলে ছিলেন না ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং তিন
ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ, আলেজান্দ্রো গোমেজ ও পাওলো দিবালা।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এই চারজনই কিছুটা
অস্বস্তিতে ভুগছেন। তারা এখনো শতভাগ ফিটনেস ফিরে পাননি।
আর এটা নিয়ে বেশ খানিকটা অস্বস্তিতে আছেন আর্জেন্টাইন কোচ।
মাত্র ৪৫ বছর বয়সী স্কালোনি একসময় মেসির সতীর্থ ছিলেন।
এবারের বিশ্বকাপে তিনিই সবচেয়ে অল্প বয়সী কোচ।
চারজন খেলোয়াড়ের ফিটনেস প্রসঙ্গে স্কালোনি বলেন, আমাদের কিছু সমস্যা রয়েছে।
প্রথম ম্যাচের দল গঠনে এখনো আমরা অপেক্ষায় আছি। দল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আমি এটি বলছি না এই চারজন তালিকা থেকে বাদ যাবে।
কিন্তু কিছুটা অস্বস্তি বোধ করায় তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি।
আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের
২৪ ঘণ্টা আগ পর্যন্ত স্কোয়াডে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে যে কোনো দল।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন