• বৃহঃ. মার্চ ৩০, ২০২৩

আর্জেন্টিনার বিপক্ষে জয়, সেজদায় সৌদির যুবরাজ

নভে ২৩, ২০২২

আর্জেন্টিনার বিপক্ষে জয়, সেজদায় সৌদির যুবরাজ

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয় দেশটির

যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেও আনন্দে ভাসিয়েছে।

তাঁকে এই ঐতিহাসিক জয় উদ্‌যাপন করতে দেখা গেছে।

জয় উদ্‌যাপনের নানান মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর ভাই প্রিন্স সৌদ। খবর আল–আরাবিয়ার।

গতকাল মঙ্গলবার কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে

বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে

হারিয়ে ইতিহাস রচনা করেছে সৌদি আরব। লিওনেল মেসিদের

এই হারকে অনেকে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে অভিহিত করছেন।

সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মোহাম্মদ বিন সালমান

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ম্যাচটি দেখেছেন। একটি ছবিতে দেখা যায়,

ম্যাচ দেখার সময় মোহাম্মদ বিন সালমানসহ অন্যরা আনন্দে পরস্পরকে আলিঙ্গন করছেন।

মোহাম্মদ বিন সালমান পরিবারের সদস্যদের সঙ্গে ম্যাচটি দেখেছেন
মোহাম্মদ বিন সালমান পরিবারের সদস্যদের সঙ্গে ম্যাচটি দেখেছেন
ছবি: ইনস্টাগ্রাম

সৌদির জয় উদ্‌যাপন করছেন মোহাম্মদ বিন সালমানসহ অন্যরা
সৌদির জয় উদ্‌যাপন করছেন মোহাম্মদ বিন সালমানসহ অন্যরা
ছবি: ইনস্টাগ্রাম

আরেকটি ছবিতে দেখা যায়, মোহাম্মদ বিন সালমান সেজদা দিচ্ছেন।

সৌদির জয়ের পর তিনি সেজদা দেন বলে ধারণা করা হচ্ছে।

তাঁর সঙ্গে আরও একজনকে সেজদা দিতে দেখা যায়। এ সময়

কক্ষে থাকা অন্যদের টিভির পর্দার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে খেলা দেখেছেন তাঁর ভাই প্রিন্স আবদুল আজিজ।

তিনি সৌদির জ্বালানিমন্ত্রীর দায়িত্বে আছেন। মোহাম্মদ বিন সালমান

ও আবদুল আজিজকে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে।

এ সময় আবদুল আজিজের কাঁধে ছিল মোহাম্মদ বিন সালমানের হাত।

আবদুল আজিজের এক হাতে ছিল সৌদির জাতীয় পতাকা।

আরেক ভাই প্রিন্স সৌদের সঙ্গেও হাসিমুখে ছবি তুলেছেন মোহাম্মদ বিন সালমান।

আরেকটি ছবিতে দেখা যায়, কক্ষে থাকা মোহাম্মদ বিন সালমানসহ কয়েকজন উদ্‌যাপন করছেন।

এই উদ্‌যাপনকালে কক্ষে থাকা টিভির পর্দায় সৌদির খেলোয়াড়দের দেখা যায়।

ভাইয়ের সঙ্গে হাসিমুখে মোহাম্মদ বিন সালমান
ভাইয়ের সঙ্গে হাসিমুখে মোহাম্মদ বিন সালমান
ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টিনাকে হারানোর পর সৌদিজুড়েই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

এই জয় উদ্‌যাপনের জন্য আজ বুধবার সৌদি আরবে ছুটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় দলের ফুটবলারদের জয় উদ্‌যাপনের জন্য মোহাম্মদ বিন সালমান ছুটির প্রস্তাব দেন।

পরে প্রস্তাবটি অনুমোদন দেন বাদশাহ সালমান।

ভাইয়ের সঙ্গে হাসিমুখে মোহাম্মদ বিন সালমান
ভাইয়ের সঙ্গে হাসিমুখে মোহাম্মদ বিন সালমান
ছবি: ইনস্টাগ্রাম

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন