• বুধ. মার্চ ২৯, ২০২৩

আশুলিয়ায় কাভার্ডভ্যানের নিচে পড়ে চালকের মৃত্যু

অক্টো ৬, ২০২২
মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় পার্কিং লটে কাভার্ডভ্যান রাখতে গিয়ে খালে পড়ে সেই কাভার্ডভ্যানের নিচে আটকরা পড়ে চালক শাহাদাত হোসেন (৩০) মৃত্যু হয়েছে।

কাভার্ডভ্যানের নিচে থাকা মৃত চালককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) রাত ৬টা ২০ মিনিটে আশুলিয়ায়র গাজিরচট ৭ নং ওয়ার্ডের বাইপাইল এলাকায় পার্কিং লটের পাশে নয়নজুলি খালে কাভার্ডভ্যান উল্টে যায়।
নিহত শাহাদাত কুমিল্লা জেলার লাঙ্গল কোট থানার মগোয়া গ্রামের শাহালমের ছেলে। তিনি কাভার্ডভ্যানটির চালক ছিলেন।
প্রতক্ষদর্শীরা জানায়, কার্ভাডভ্যানটি ( ঢাকা মেট্টো-ট-১৪-২৮৫২) এসকে এন্টারপ্রাইজের ভাড়া করা সাহারিয়ার নামের একটি পোশাক কারখানার পার্কিং লটে ছিলো।
সাথে আরও কয়েকটি লোড করা কাভার্ডভ্যান ছিলো।
পিছনের একটি কার্ভাডভ্যান চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য সামনে থেকে তার গাড়িটি সড়াতে হয়।
পিছনের গাড়িটি চলে যাওয়ার পর শাহাদাত আবার আগের স্থানে পার্কিংয়ের জন্য পেছন দিকে নিলে পাশে থাকা নয়নজুলি খালে পড়ে যায়।
এ সময় গাড়ির ড্রাইভার শাহাদাত লাফ দিয়ে বাচতে চেষ্টা করলে গাড়ির চাকার সাথে বাড়ি লেগে নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এখনো মরদেহটি উদ্ধারে কাজ করছে।
আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আহমেদ শেখ বলেন, আমরাসহ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এখানে মরদেহটি উদ্ধারের কাজ করছে।
কাভার্টভ্যানটি খালে পড়ে যাওয়ায় উদ্ধারে সময় লাগছে। আমাদের রেকার আসচ্ছে দ্রুত মরদেহসহ কাভার্টভ্যানটি উদ্ধার করা হবে।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি।
আমাদের দ্বারা এই গাড়িটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। রেকারের দরকার। তাই আমরা পুলিশের সাথে যোগাযোগ করছি। বিস্তারিত পরে জানানো হবে। মরদেহটি এখনো উদ্ধার করা যায়নি।
এ ধরনের দুর্ঘটনা এবং মৃত্যু পৃতিদিনই ঘটছে। যা আমাদের জন্য মোটেই কাম্য নয়।
সুতরাং আমাদের চালকদের আরও সাবধানে গাড়ি চালাতে হবে।