ইউক্রেন জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে কিয়েভকে অস্ত্র দিতে থাকলে
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,
ইউক্রেনে মার্কিন সমরাস্ত্রের চালান অব্যাহত থাকলে সংঘাত এতটা প্রবল
হবে যে- তা গোটা ইউক্রেনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে।
তিনি গতকাল শনিবার প্রখ্যাত রুশ সাংবাদিক নাদানা-ফ্রিদরিকসনকে
দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মেদভেদেভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব
পালন করছেন। তিনি বলেন, ইউক্রেনের প্রতি মার্কিন অস্ত্রের চালান অব্যাহত
থাকলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের সব এলাকায় আগুন জ্বলবে।
মেদভেদেভ বলেন, ইউক্রেনকে আরো বেশি অস্ত্র দেয়ার অর্থ রাশিয়ার পক্ষ থেকে
আরো বেশি প্রতিশোধমূলক হামলা। ইউক্রেন দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে
রাশিয়া আলোচনায় বসতে বাধ্য হবে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে মেদভেদ
বলেন, রাশিয়া কোনো অবস্থাতেই বাধ্য হয়ে আলোচনায় বসবে না। ইউক্রেন ও পাশ্চাত্য
দূর-পাল্লার অস্ত্র ব্যবহার করলে তার ফল উল্টো হবে বলেও তিনি সতর্ক করে দেন।
সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ চলমান যুদ্ধে সমরাস্ত্র ব্যবহারের ব্যাপারে তার
দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, রাশিয়া তার সামরিক
ডকট্রেইন অনুযায়ী প্রয়োজন পরমাণু অস্ত্র ব্যবহার করবে।
মেদভেদেভ এমন সময় এ বক্তব্য দিলেন যখন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন
শুক্রবার নতুন করে ইউক্রেনকে ২১৭ কোটি ডলারের সমরাস্ত্র দেয়ার কথা ঘোষণা
করেছে। এসব অস্ত্রের মধ্যে একটি নতুন রকেট রয়েছে যার পাল্লা এর আগের রকেটগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ।
এর আগে গত অক্টোবরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইউক্রেনকে দূরপাল্লার
ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিষয়টিকে মস্কো অন্যতম ‘রেড লাইন’ হিসেবে দেখবে।
রাশিয়া এ ধরনের তৎপরতার বিরুদ্ধে আরো সুনির্দিষ্ট জবাব দেবে বলেও জানিয়েছিল ওই মন্ত্রণালয়।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন