• বুধ. মার্চ ২৯, ২০২৩

‘ইউনাইটেডের লজ্জা পাওয়া উচিত’

অক্টো ৩, ২০২২
ইউনাইটেডের

এ কী হলো, কেন হলো-ম্যানচেস্টার ডার্বিতে ম্যান সিটির কাছে ৬-৩ গোলে উড়ে যাওয়ার পর এ দুটি প্রশ্নই যেন ঘুরছে ওল্ড ট্রাফোর্ডে! ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ একটা ব্যাখ্যা দিয়েছেন-মাঠে নিজেদের ওপর বিশ্বাসের অভাবেই এভাবে হেরেছে তাঁর দল!

ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল বলছেন অন্য কথা। আগের

চারটি ম্যাচে টানা জয়ের পর এভাবে মুখ থুবড়ে পড়ার পর স্কাই স্পোর্টসে

নেভিল বলেছেন-এই ম্যাচ বুঝিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটির থেকে ইউনাইটেডের

এই দলটি কতটা পিছিয়ে আছে।

টেন হাগ হারের কারণ খুঁজছেন, নেভিল ইউনাইটেড আর ম্যান সিটির শক্তি আর সামর্থের পার্থক্য দেখানোর চেষ্টা করছেন। ইউনাইটেডের আরেক সাবেক তারকা

রয় কিন এসবের ধার ধারছেন না।

দলটির সাবেক এ অধিনায়ক টেন হাগদের উদ্দেশে বলেছেন, ‘ইউনাইটেডের

অবস্থা কতটা শোচনীয়, এটা দেখে আমি ভীষণ হতাশ। আমি ভাবতেই পারছি না, ম্যানচেস্টার ইউনাইটেড এত বাজে খেলতে পারে। তাদের লজ্জা পাওয়া উচিত।’

ম্যান সিটির মাঠ ইতিহাদে ইউনাইটেডের এমন হারের পর নেভিলও বলেছেন নেতিবাচক কথা।

ইংল্যান্ডের সাবেক ফুটবলার এবং বর্তমানের ফুটবল পণ্ডিত স্কাই স্পোর্টসে বলেছেন, ‘এই ম্যাচ দেখিয়ে দিয়েছে এই মুহূর্তে ম্যান সিটির চেয়ে ইউনাইটেড অনেক অনেক পিছিয়ে।’

এমন একটি ম্যাচের পর ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না টেন হাগও। ম্যাচ শেষে

তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমি ইতিবাচক কিছু ভাবতে পারছি না। আমরা

সমর্থকদের হতাশ করেছি, নিজেরা হতাশ হয়েছি।’

প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা ইউনাইটেডের খুব বাজেভাবেই শুরু হয়েছিল।

প্রথম দুই ম্যাচে তারা ব্রাইটন আর ব্রেন্টফোর্ডের কাছে হেরে যায়। কিন্তু পরের

চারটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। সেই চার জয়ের দুটি আবার লিভারপুল

ও আর্সেনালের বিপক্ষে।

এভাবে টানা চার ম্যাচ জয়ের পর ইউনাইটেডের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের পালে জোর বাতাসই লাগার কথা।

কিন্তু কাল সিটির বিপক্ষে ম্যাচে মাঠে এর উল্টোটাই দেখা গেছে বলে মনে করেন কোচ টেন হাগ।

ম্যাচ শেষে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে টেন হাগ বলেছেন, ‘আমরা যখন

মাঠে নিজেদের ওপর বিশ্বাস রাখব না, আপনি ম্যাচ জিততে পারবেন না। এটা

সহজ হিসাব। আসলে এটা বিশ্বাসের অভাব।

আমার কাছে এটা একটা বিস্ময় হয়ে এসেছে। বল দখলের ক্ষেত্রে আমরা সাহসী

ছিলাম না। ম্যান সিটি খেলার জন্য আমাদের অনেক জায়গা দিয়েছে। কিন্তু

আমরা সাহস দেখাতে পারিনি।’

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন