ইয়াবা রেখে আবদুল কাদের (৪৫) নামের এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগে তাঁর শ্যালক মো. রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার গভীর রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুল কাদেরের মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে ৯০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সেখানে ইয়াবা রাখার অভিযোগে রনির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আজ বুধবার সকালে বলেন, গতকাল
রাত সাড়ে ১০টার দিকে পুলিশের তথ্যদাতা (সোর্স) পরিচয় দিয়ে রনি পুলিশকে ফোন দেন। তিনি
বলেন, আবদুল কাদের নামের এক ইয়াবা ব্যবসায়ী মোটরসাইকেলের সিটের নিচে করে ইয়াবা
পাচার করছেন।
পরে রনির তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার পুলিশ উত্তরার ৯ নম্বর সেক্টরের জনপথ রোডে
অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে ৯০টি ইয়াবা উদ্ধার করে।
তবে আবদুল কাদের পুলিশকে বলেন, এসব ইয়াবা সম্পর্কে তিনি কিছুই জানেন না।
ওসি বলেন, এ সময় সিটের লক ভাঙা দেখলে পুলিশের সন্দেহ হয়। এরপর রনিকে জিজ্ঞাসাবাদের সময় আবদুল কাদের তাঁকে নিজের শ্যালক বলে পরিচয় দেন এবং তাঁদের সঙ্গে পারিবারিক সমস্যা আছে বলে জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রনি স্বীকার করেন, দুলাভাই আবদুল কাদেরকে ফাঁসাতে তিনি নিজেই এসব ইয়াবা মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখেন এবং সোর্স পরিচয়ে পুলিশকে ফোন দেন।
তিনি বলেন, মূলত রনির বোনের সঙ্গে দুলাভাইয়ের পারিবারিক সমস্যা চলছিল। তাই দুলাভাইকে ‘শিক্ষা’ দিতে তিনি এ পরিকল্পনা করেন। রনির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন