সুপার টুয়েলভ পর্বে প্রথম জয়ের স্বাদ পেলো নেদারল্যান্ডস । আজ ডাচরা হারিয়ে দিয়েছে জিম্বাবুয়েকে।
জিম্বাবুয়ের দেয়া ১১৮ রানের লক্ষ্য ১২ বল আর ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় কমলা বাহিনী।
এদিকে নেদারল্যান্ডসের সাথে হেরে সেমিফাইনালের রেস থেকে ছিটকে গেলো জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের দেয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় দলীয় ১৭ রানে স্টিফেন মাইবার্গকে হারালেও টম কুপারকে
সাথে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে তুলেন মার্ক ও’ডাউড। ২৯ বলে ৩২ রান করে টম কুপার ফিরেন ১৩তম ওভারে।
পরের ওভারে কলিন অ্যাকারম্যান ফিরেয়ে দিলেও জয়ের পথে বাঁধা হতে পারেনি।
শেষ মুহূর্তে এসে মার্ক ও’ডাউড ৪৭ বলে ৫২ রানে ফিরেন ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে।
ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। শেষ পর্যন্ত বাস ডি লিডের অপরাজিত ১২ রানে জয়ের বন্দরে পা রাখে ডাচরা।
মাঝে স্কট এডওয়ার্ড ফিরে গেলেও ৫ উইকেটের বড় জয় নিয়ে উল্লাসে মাতে কমলা বাহিনী।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসের বোলিং তোপে বেশী দূর দৌড়াতে পারেনি জিম্বাবুয়ে।
মাত্র ১১৭ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। দলের ৯ ব্যাটসম্যানই পারেননি দুই অংকের ঘরে যেতে। সর্বোচ্চ ৪০ রান আসে অলরাউন্ডার সিকান্দার রাজার ব্যাটে।
এদিন আরো একবার ব্যর্থ জিম্বাবুয়ের টপ অর্ডার। পাওয়ার প্লেতে মাত্র ২০ রানেই সাজঘরে ৩ ব্যাটার।
৫ বলে ১ করে ফিরেছেন মাধেভেরে, ১২ বলে ৩ রান এসেছে অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাটে।
আর ১৬ বলে ৫ করেছেন রেজিস চাকাভা। এই যখন দলের অবস্থা তখন শেন উইলিয়ামসকে সাথে নিয়ে জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তুলেন সিকান্দার রাজা।
১২তম ওভারে দলীয় ৬৮ রানে উইলিয়ামস ফিরে গেলে ভাঙে ৪৮ রানের জুটি। শেন উইলিয়ামস করেন ২৩ বলে ২৮ রান।
পরের ওভারে মাত্র ২ রামে ফিরেন মিল্টন শুম্বাও। দলে যখন এমন আসা যাওয়ার মিছিল,
তখন ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন সিকান্দার রাজা। তবে ইনিংস বড় করতে পারেননি ফিরেন ২৪ বলে ব্যক্তিগত ৪০ রানে।
সিকান্দার রাজা ফেরার পরেই ওভারে ফিরেন রায়ান বার্লও। ৭ বলে মাত্র ৩ রান করেন এই অলরাউন্ডার।
লুক জঙ্গীও দাঁড়াতে পারেননি, ফিরেছেন ৬ রানে। রিচার্ড এনগারাভার ব্যাটে আসে ৯ রান। চাতারা অপরাজিত থাকেন ৬ রানে।
পল ভ্যান মিকিরেন শিকার করেন ৩ উইকেট, দুটো করে উইকেট পেয়েছেন ব্রান্ডন গ্লোভার বাস ডি লিডে ও লোগান ভ্যান ভিক।