এশিয়া কাপের অষ্টম আসর বসেছে বাংলাদেশের মাটিতে। নারী এশিয়া কাপের মহারণ চলছে সিলেটে। সাত দেশের নারী ক্রিকেটাররা অংশ নিয়েছে এবারের আসরে। পহেলা অক্টোবর উদ্বোধন হয়েছে এবারের আসরের, পর্দা নামবে ১৬ অক্টোবর।
প্রতিটি দলই ইতোমধ্যেই একাধিক ম্যাচ খেলে ফেলেছে। প্রতিদিনই পয়েন্ট টেবিলে অদল-বদল হচ্ছে। সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলেছে ভারত ও মালয়েশিয়া। তবে অবস্থানের দিকে দুই দল বিপরীতমুখী। একদল আছে তালিকার সবার উপরে, অপরদলের অবস্থান সবার নিচে। চারটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও আরব আমিরাত।
ছয় বারের শিরোপা জয়ী ভারত ৫ ম্যাচের ৪টিতে জিতে আছে সবার শীর্ষে। ভারতের একমাত্র হার যেই পাকিস্তানের বিপক্ষে, সেই পাকিস্তান আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ৪ ম্যাচে তাদের জয় ৩টি। চার ম্যাচে তিন জয় শ্রীলঙ্কারও। তবে নেট রানরেটে পিছিয়ে তালিকার তিনে তারা।
বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ আছে তালিকার চার নাম্বারে। চার ম্যাচে দুই হার আর দুই জয় বাংলাদেশের। পাঁচ নম্বরে থাকা থাইল্যান্ডেরও চার ম্যাচে দুই জয়। চার ম্যাচে এক জয় নিয়ে আরব আমিরাত আছে ছয় নম্বরে। আর পাঁচ ম্যাচে কোনো জয় না নিয়ে মালয়েশিয়া আছে সবার শেষে, সাত নম্বরে।
২0২২ মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ হল মহিলাদের এশিয়া কাপ টুর্নামেন্টের অষ্টম সংস্করণ যা বর্তমানে বাংলাদেশের সিলেটে ১ থেকে ১৬
অক্টোবর ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে
প্রতিদ্বন্দ্বিতা হয়। ২০ সেপ্টেম্বর ২০২২-এ, এশিয়ান ক্রিকেট কাউন্সিল
(ACC) টুর্নামেন্টের সময়সূচী ঘোষণা করে।বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন,
২০১৮ সালের টুর্নামেন্টের ফাইনালে ভারতকে তিন উইকেটে পরাজিত করে
প্রথমবারের মতো শিরোপা জিতেছে।টুর্নামেন্টটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট
স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সাতটি দল একটি রাউন্ড-রবিন পর্যায়ে খেলছে, শীর্ষ চারটি সেমিফাইনালে পৌঁছেছে।
সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া ২০২২ এসিসি মহিলা টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছে,
যা ২০২২ সালের জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল।রাউন্ড-রবিন পর্যায়ে,
থাইল্যান্ড প্রতিপক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের প্রথম জয়ের
জন্য পাকিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন