• শুক্র. জুন ৯, ২০২৩

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কুতিনিও

নভে ৭, ২০২২
কুতিনিও

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অ্যাস্টন ভিলার স্কোয়াডে না থাকায় অনেকের ধারণা ছিল ফর্মের কারণে বাদ পড়েছেন ফিলিপে কুতিনিও ।

প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে গোল পাচ্ছিলেন না, গোল বানিয়েও দিতে পারছিলেন না।

তবে ক্রিস্টিয়ানো রোনালদোদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটি শেষে কুতিনিওকে নিয়ে দুঃসংবাদই শুনিয়েছেন ভিলা কোচ উনাই এমিরি।

অনুশীলনে ঊরুর পেশিতে চোট পেয়েছেন কুতিনিও। যে চোটে অন্তত ৯ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

ব্রাজিলের কাতার বিশ্বকাপের দল ঘোষণা করা হবে আজ। এর ঠিক এক দিন আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কুতিনিও।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন