কোয়ার্টার ফাইনালের কোন দল কী অবস্থায় আছে
কাতার বিশ্বকাপ ২০২২ এ যাবৎকালের সবচেয়ে জাকজমকপূর্ণ বিশ্বকাপ।
সৌদি আরবের কাছে হারছে আর্জেন্টিনা, জার্মানিকে হারিয়ে দিচ্ছে জাপান।
আবার ব্রাজিলকে হারানোর সুখের স্মৃতি নিয়ে ক্যামেরুন বাড়ি ফিরছে।
স্পেনকে হারিয়ে মরক্কো এখন কোয়ার্টার ফাইনালে। বাকি আছে তৃতীয় স্থানের লড়াইসহ আটটি ম্যাচ।
আর দশ দিন পরেই পাওয়া যাবে ২০২২ বিশ্বকাপ ফুটবল খেলার চ্যাম্পিয়ন দল।
বিশ্বের সকল লোকজন তাকিয়ে আছে কার হাতে এবারের বিশ্বকাপ যায়।
বিশ্বের অধিকাংশ মানুষই চায় এ বারের কাপটি যাক লিওনেল মেসির হাতে।
কেউ বলছে এবারের কাপটি যাক নেইমারের হাতে। আবার কেউ কেউ চায় এবারের কাপটি দিয়ে রোনালদো তার ক্যারিয়ার শেষ করুক।
কেউ চায় এবারের কাপটি পাক এমবাপ্পে। আবার অনেকে চায় এবারের কাপটি যাক নতুন কোন দেশে।
কোয়ার্টার ফাইনাল :
৯/১২/২২ ক্রোয়েশিয়া – ব্রাজিল
১০/১২/২২ নেদারল্যান্ডস – আর্জেন্টিনা
১০/১২/২২ মরক্কো – পর্তুগাল
১১/১২/২২ ইংল্যান্ড – ফ্রান্স
ক্রোয়েশিয়া :
ক্রোয়েশিয়ার সাথে কোয়ার্টার ফাইনালের জন্য ব্রাজিলের রদ্রিগো খুব খুশি।
রদ্রিগো তার ফেসবুকে পোস্ট দিয়েছেন, ‘লুকা মদ্রিচ, দেখা হবে’।
ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো ডালিচ জানান, ‘ ক্রোয়েশিয়া
প্রস্তুত ভয়ঙ্কর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে ।’
ক্রোয়েশিয়া জাপানের বিপক্ষে ট্রাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়া নক আউট পর্বের তিন ম্যাচ ট্রাইব্রেকারে জিতেই ফাইনালে জায়গা করে নিয়েছিল।
সেই বার লুকা মদ্রিচরা ফ্রান্সের কাছে হেরে রানাআপ হয়েছিল।
ফিফা র্যাংক্ংয়ে ক্রোয়েশিয়া বিশ্বের দ্বাদশ দল।
ব্রাজিলই ফেভারিট, বলেছেন ডালিচ। কিন্তু তিনি বলেছেন, ভয়ের কোন কারণ নেই।
ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারাতে পারলে সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা অথবা নেদারল্যান্ডস।
ব্রাজিল :
গ্রুপ পর্বে স্বভাবিক ছিল ব্রাজিল। দুইটা জয়, এক ম্যাচে হার, গ্রুপে চ্যাম্পিয়ন।
তবে দ্বিতীয় রাউন্ডে উঠেই ব্রাজিল স্টেডিয়ামে ফুটবল খেলেনি কেবল, মানুষের মনে আনন্দের ছন্দও নিয়ে এসেছে।
গোল করেছে ব্রাজিল, উদযাপনে দেখিয়েছে ব্রাজিল কেন সাম্বার জন্য বিখ্যাত।
রিচার্লিসন, নেইমার, পাকোয়েতা, ভিনিসিয়াস কেউ কারো চেয়ে কম না, গোলেও, নাচেও।
দক্ষিণ কোরিয়া পাত্তাই পায়নি ব্রাজিলের কাছে।
ব্রাজিলের খেলা দেখে সাবেক চেলসি স্ট্রাইকার ক্রিস সুটন বিবিসিতে লিখেছেন,
ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে অন্যসব দলকে জানান দিল- আমরা এসেছি।
নেইমার চোট কাটিয়ে ফিরেছেন, ব্রাজিলের শক্ত ডিফেন্স এবং দুর্দান্ত
এক মাঝমাঠ যেখানে ক্যাসেমিরো আছেন, তারা শক্ত চ্যালেঞ্জই জানাবে ক্রোয়েশিয়াকে।
ব্রাজিল সবসময়ই ফেভারিট।
নেদারল্যান্ডস :
দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয়ের পর গোটা দল হোটেলে
ফিরেছে নাচের তালে তালে, তাল মিলিয়েছেন কোচও।
লুই ফন হাল শুরু থেকেই বলে আসছেন তার এই দল বিশ্বকাপ
জয়ের সামর্থ্য রাখে কিন্তু এটা তাদের জন্য চাপ নয়।
কারণ দলটা তরুণ, তারা যা করেছে সেটাই প্রাপ্তির খাতায় থাকবে।
আসলেই তাই- কোডি গ্যাপকো এই বিশ্বকাপে তিন গোল করেছেন,
তার ক্লাব পিএসভি আইন্দহোফেন এই স্ট্রাইকারের নামের পাশে দাম বাড়িয়ে ধরবে এবার।
নেদারল্যান্ডসের ডিফেন্সে আছেন লিভারপুলের হয়ে সফলতা পাওয়া
ভার্জিল ফন ডাইক, মাঝমাঠে আছেন ফ্র্যাংকি ডি ইয়ং।
নেদারল্যান্ডস এই বিশ্বকাপে ফেভারিট হিসেবে না এলেও এখনো পর্যন্ত প্রায় নিখুঁত খেলেছে।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি দল কোনও ম্যাচ
হারেনি- মরক্কো, ইংল্যান্ড ও ফন হালের নেদারল্যান্ডস।
আর্জেন্টিনা :
আর্জেন্টিনা এমন একটি দল, যেই দলে আছে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।
লিওনেল মেসি এখনো পর্যন্ত বিশ্বকাপের সেরা ফুটবলারদের একজন।
ব্যক্তিগত পারফরম্যান্স বিচারেও মেসির সেরা বিশ্বকাপ যাচ্ছে এবার।
আগে ফাইনাল খেলেছেন, গোল্ডেন বলও পেয়েছেন। কিন্তু এবার পেয়েছেন নক আউট পর্বে গোল।
প্রতিবার মেসি বল পাচ্ছেন, কাতারের স্টেডিয়ামগুলোতে সবাই সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে যাচ্ছে।
এই বুঝি গোল হলো, করেছেনও তিনটি ইতোমধ্যে।
এর মধ্যে মেক্সিকোর বিপক্ষে দূরপাল্লার স্বভাবসুলভ ‘মেসি গোল’ আর
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিফেন্সভেদী এক সুন্দর গোল যে দেখে
বিবিসি রেডিও ফাইভ লাইভে রিও ফার্দিনান্দ বলেছেন, মেসি অবিশ্বাস্য।
নেদারল্যান্ডসের বিপক্ষে মেসি অবিশ্বাস্য কিছুই করবেন, এমন আশা সমর্থকদের।
তবে মেসি বাদেও আর্জেন্টিনায় অবদান রাখছেন লিসান্দ্রো মার্টিনেজ।
ডিফেন্সে তিনি দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকছেন।
দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মাঝমাঠে কর্তৃত্ব নিয়ে খেলছেন রদ্রিগো ডি পল।
মরক্কো :
মরক্কো কাতার বিশ্বকাপ যেভাবে খেলছে এবং মরক্কান সমর্থকরা
যেভাবে কাতার মাতিয়ে রেখেছেন তাতে মনেই হচ্ছে মরক্কো
যে এভাবে একের পর এক বড় দলকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে যাবে, তা সবাই জানতেন।
আশরাফ হাকিমি স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই বলেছেন, চমক আরো দেখাতে চান তারা।
হাকিমির জন্ম মাদ্রিদে, মরক্কোর হয়ে খেলেন উইং ব্যাকে।
তিনি আধুনিক ফুটবলের সবচেয়ে কার্যকর উইং ব্যাকদের একজন।
হাকিম জিয়েখও খেলেন মরক্কোর হয়ে। আয়াক্স ও চেলসিতে
খেলা এই প্লেমেকার ইউরোপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
পর্তুগাল :
পর্তুগাল বিশ্বকাপ ২০২২ এ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড ১৬ তে এসেছে। রাউন্ড ১৬ তে সুইজারল্যান্ড কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে।
রবার্তো সান্তোসের দল পরপর দুটি জয়ে নকআউট পর্বে তাদের বার্থ সিল করেছে।
তবে, তারা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের শেষ গ্রুপ খেলায় এশিয়ান দলের কাছে ১-২ ব্যবধানে পরাজিত হয়।
বুধবার শেষ ষোলোর লড়াইয়ে সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল।
ইংল্যান্ড :
সমালোচকদের অনেকেই ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেটের কোচিং-এর ধরন পছন্দ করেন না।
অনেকে বলেন রক্ষণাত্মক, অনেকে মনে করেন তিনি বিচক্ষণ নন। কিন্তু তাতে কী?
সাউথগেটের মতো সফল কোচ ইংল্যান্ডে আর কে ছিলেন?
২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল, ইউরোর ফাইনাল খেলেছে ইংল্যান্ড সাউথগেটের অধীনে।
এবারের ইংল্যান্ড আরো ক্ষুরধার। অনেকের নজর কেড়েছেন জুড বেলিংহাম।
হ্যারি ম্যাগুয়ারকে নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন না অনেকে, কিন্তু ম্যাগুয়ার নিজেকে প্রমাণ করেছেন।
বিবিসি স্পোর্টে এক কলামে ইংল্যান্ডের সাবেক ফুটবলার অ্যালান শিয়েরার লিখেছেন, আমার মনে হয় না, ইংল্যান্ডের ভয়ের কিছু আছে।
শিয়েরার মনে করেন ইংল্যান্ড বিশ্বকাপ জিতে যেতে পারে, শিয়েরারের মতে ইংল্যান্ড এবারের বিশ্বকাপের ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি।
ফ্রান্স :
টুর্নামেন্ট শুরুর অনেক আগেই নিশ্চিত পল পগবা নেই, নেই এনগোলো কান্তে।
টুর্নামেন্ট শুরু হওয়ার এক দিন আগে খবর এলো, কারিম বেনজেমা খেলতে পারবেন না।
চোট পেয়েছেন ব্যালন ডি অর জয়ী তারকা। কিন্তু এসবে ফ্রান্স দলে কোনো প্রভাব পড়েনি।
পোল্যান্ডের বিপক্ষে সহজ জয় দিয়ে তারা কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে।
এবারও নায়কের ভূমিকায় কিলিয়ান এমবাপ্পে। যিনি গোল্ডেন বল
ও গোল্ডেন বুট দুই জায়গায়ই নিজের নাম রাখতে পারেন।
গোল করেছেন ৫টি, দ্বিতীয় রাউন্ড অব্দি টুর্নামেন্টে সর্বোচ্চ।
সেই সাথে গোল করাচ্ছেনও। আঁতোয়া গ্রিজমান আছেন দুর্দান্ত ফর্মে।
মাঝমাঠ তরুণ কিন্তু এখনো পর্যন্ত ভালো পারফর্ম করেছে।
সব মিলিয়ে ফ্রান্স এবারও ফেভারিট হিসেবেই খেলছে।
কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ইউরোপের দুই বড় দল এবারই প্রথম বিশ্বকাপ নকআউট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন