ভারতের গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ছে। এ রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সাবেক সাংবাদিক ইসুদান গড়বিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে এগোতে চাইছে আম আদমি পার্টি (আপ)।
৪০ বছর বয়সী এ সাংবাদিক গত বছর জুন মাসেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দেন।
গত সপ্তাহেই আপ দলের প্রধান কেজরিওয়াল গুজরাটের জনগণকে এসএমএস, ই–মেইল, ভয়েস মেইল,
হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে ভোট দিয়ে তাঁদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বেছে দেওয়ার আহ্বান জানান।
তিনি জানিয়েছিলেন, ৩ নভেম্বর রাত পর্যন্ত প্রার্থী বাছাই করা যাবে। সেই ভোটের ফল গতকাল শুক্রবার ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল।
সেই ভোটের ভিত্তিতেই ইসুদান গড়বিকে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নেয় দলটি।
ইসুদান গড়বি ছাড়া আম আদমি পার্টির গুজরাট ইউনিটের প্রধান গোপাল ইটালিয়াও ছিলেন মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে।
ইটালিয়াকে বিপুল ব্যবধানে হারিয়ে দেন ইসুদান। তিনি পেয়েছেন প্রায় ৭৩ শতাংশ ভোট।
৪০ বছর বয়সী ইসুদান গত বছরের জুনে আম আদমি পার্টিতে যোগ দেন।
আপ পাঞ্জাবের ফর্মুলা অনুসরণ করল গুজরাটেও।
এর আগে পাঞ্জাবের নির্বাচনের আগেও, একই পদ্ধতিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভগবন্ত সিং মানকে বেছে নেওয়া হয়েছিল।
পাঞ্জাবে আগেভাগে এভাবে মুখ্যমন্ত্রীর মুখ বেছে নিয়ে সাফল্য পেয়েছিলেন কেজরিওয়াল, গুজরাটেও তেমনটাই আশা করছে দলটি।
ক্ষমতায় এলে রাজ্যের মানুষকে বিনা মূল্যে বিদ্যুৎ, শিক্ষা ও উন্নত চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আম আদমি পার্টি।
রাজনীতিতে ইসুদান গড়বি বড় কোনো নাম না হলেও স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবে গুজরাটে পরিচিত ইসুদান।
একসময় ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যালেন দুরদর্শনে কাজ করেছেন। নিউজ অ্যাঙ্কর হিসেবেও ছিলেন জনপ্রিয়।
‘যোজনা’ নামে দূরদর্শনের একটি শোর মধ্য দিয়ে পেশাদারি জীবন শুরু ইসুদানের।
পরে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ইটিভি গুজরাটির হয়ে অনফিল্ড সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন।
অবৈধ গাছ কাটার কোটি কোটি রুপির দুর্নীতির খোঁজ দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।
২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ভিটিভি গুজরাটিতে ‘মহামন্থন’ নামে আরও একটি জনপ্রিয় প্রাইম-টাইম টিভি শো হোস্ট করতেন তিনি।
সাংবাদিক হিসেবে মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরে রিপোর্ট করেছেন। সাংবাদিকতার করার সময় গুজরাটে একাধিক বড় দুর্নীতি নিয়ে প্রতিবেদন করেছেন।
ইসুদানের সেই ভাবমূর্তিকেই কাজে লাগাতে চাইছেন কেজরিওয়াল।