• শুক্র. জুন ৯, ২০২৩

জমে উঠেছে সৌদি লিগ, রোনালদোর ১৩তম গোল

মে ১৭, ২০২৩

জমে উঠেছে সৌদি লিগ, রোনালদোর ১৩তম গোল

আল-নাসরের সময়টা ভালো যাচ্ছিল না। আল-তাইয়ের বিপক্ষে খেলার আগে

সৌদি প্রো লিগে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে হেরেছে দলটি,

ড্রও করেছে এক ম্যাচে। লিগ জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে গতকাল

আল-তাইয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আল-নাসরের সামনে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও অ্যান্ডারসন

তালিস্কার গোলে ২-০ ব্যবধানের জয় পেয়েছে আল-নাসর। এ জয়ে পয়েন্ট

তালিকার শীর্ষে থাকা আল-ইতিহাদের সঙ্গে আল-নাসরের পয়েন্ট ব্যবধান দাঁড়াল ৩।

সর্বশেষ ম্যাচে আল-ইতিহাদ ড্র করায় আল-নাসরের এই জয়ের গুরুত্ব আরও বেড়েছে।

গতকাল রাতেই আল-হিলালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শীর্ষে থাকা দলটি।

২-০ গোলে এগিয়ে গিয়েও জিততে না পারায় নিশ্চিতভাবে শিরোপার দৌড়ে

আল-ইতিহাদকে পিছিয়ে দেবে। ২৭ ম্যাচ শেষে আল-ইতিহাদের পয়েন্ট এখন ৬৩।

সমান ম্যাচে আল-নাসরের পয়েন্ট ৬০। লিগে এখনো ম্যাচ বাকি ৩টি।

লিগে গত ম্যাচে দুর্দান্ত খেলেও গোল পাননি রোনালদো। আল-খালিজের বিপক্ষে

গোলপোস্টে আটবার শট নিয়েও কাঙ্ক্ষিত গোল আসেনি। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে

আল-নাসরের প্রথম গোলটি এসেছে রোনালদোর কাছ থেকেই।

ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এই তারকা।

এই মৌসুমে এটি রোনালদোর পেনাল্টি থেকে করা পঞ্চম গোল। আর লিগে এটি

রোনালদোর ১৩তম গোল। চলতি বছরে ১৯ ম্যাচ খেলে রোনালদো গোল করেছেন ১৭টি।

ক্যারিয়ারে রোনালদো গোলসংখ্যা এখন ৮৩৬। রোনালদোর ব্রাজিলিয়ান

সতীর্থ তালিস্কা গোল করেন ম্যাচের ৮০তম মিনিটে। আর

এই গোলেই পূর্ণ পয়েন্ট পাওয়া নিশ্চিত হয়ে যায় আল-নাসরের।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন