• বুধ. মার্চ ২৯, ২০২৩

ঠাকুরগাঁওয়ের দুই নারী ফুটবলারকে গণসংবর্ধনা

অক্টো ১, ২০২২
ঠাকুরগাঁওয়ের দুই নারী ফুটবলারকে গণসংবর্ধনা

এবারের সাফ গেমস নারী ফুটবল চ্যাম্পিয়ানশিপে বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঠাকুরগাঁওয়ের সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে সাধুবাদ জানিয়ে গণসবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা প্রদান করেছে জেলাবাসী ।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই

সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিভিন্ন স্তরের সামাজিক ও ক্রীড়া সংগঠনের কর্মী ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসব সর্বস্তরের মানুষজন

উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এবং অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও

জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেককুরাইশী ফুলেরডালী, ক্রেস্ট, বিভিন্ন সংগঠনের পক্ষে বিভিন্ন অংকে

নগদ মোট প্রায় এক লাখ করে দুইলাখ টাকাসহ উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা দেন।পরে একে একে জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল ফেডারেশনসহ

বিভিন্ন স্থরের সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও ওই দুই নারী ফুটবলারকে সংবর্ধনা দেয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু,

জেলা ফুটবল ফেডারেশানের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়াসহ আরো অনেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এসময় উষ্ণ অভ্যর্থনা ও গণমানুষের এমন ভালবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে স্বপ্না ও সোহাগী বলেন, এমন একটি দিন আমাদের জীবনে

আসবে আমরা কখনো কল্পনা করতে পারিনি । এত বেশী ভালবাসা পাচ্ছি তা বলে প্রকাশ করার মত নয়। আমরা দেশবাসী এবং নিজ জেলা

ঠাকুরগাঁও বাসীর কাছে চিরকৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় তাজুল স্যারের প্রতি। যিনি আমাদের ফুটবল খেলে আসতে

সাহায্য করেছেন। তিনি এমন উদ্যোগ গ্রহণ না করলে হয়তো আজ এ পর্যায়ে আসতে পারতাম না। সেই সাথে যারা আমাদের কোচ ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

আমরা আশা রাখছি এ সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করবে। আমরা একদিন বিশ্বকাপ খেলব বলে আশা করছি।

গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি, সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি বলেন, নারী ফুটবল দল চমক দেখিয়েছে।

তার মধ্যে ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত অঞ্চলের দুইজন নারী সাফ ফুটবল দলের সদস্য। আমরা তাদের জন্য গর্বিত।

আমরা মনে করছি তাদের এ সংবর্ধনার আয়োজনের মধ্য দিয়ে তারা আরো সামনে এগিয়ে যাবে।

সেই সাথে তারা যাতে করে আরো সামনে এগিয়ে যায় সেজন্য সরকারের পক্ষে তাদের সব সুব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেককুরাইশী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার,

দেশ ও জাতীর উন্নয়নে যারা নিবেদিত হয়ে কাজ করে এই সরকার তাদেরও মূল্যায়ন করে সম্মান জানায়।

সাফ গেমস নারী ফুটবল চ্যাম্পিয়ানশিপে বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের সংর্বধনা প্রদান তারই একটি বড় উদাহরণ।

জেলার খেলোয়াড় ও তাদের পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস জানিয়ে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন,

‘ঠাকুরগাঁও জেলার মেয়েরা দুর্দান্ত ফুটবল খেলে। তাদের খেলা আমি দেখেছি। তারা ইতিমধ্যে ভালো করছে আশা করছি আগামীতে আরো অনেক

ভালো করবে। তাদের খেলাধুলা যাতে কোন কারণে থেমে না যায় সেজন্য জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।

এই নারী ফুটবলারদের বাড়িঘরের অবস্থা ভালো না থাকায় খুব শিগ্রই তাদের বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শুরু হওয়ার আগে সকালে ওই দুই নারী ফুটবলারকে নিজ বাড়ি থেকে ঢাক ঢোলের বাজনার তালে উন্মুক্ত গাড়ির বহরে করে নিয়ে আসা

হয় এবং শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে হাজির হয়। এসময় রাস্তার দুইপাশে চলাচলকারী লোকজন হাততালি দিয়ে তাদের অভিবাদন জানায় ।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন