দক্ষিণি এই তারকা শাহরুখকে দেখে নার্ভাস হয়ে পড়েছিলেন
তিনি দক্ষিণি সিনেমার বড় তারকা। বাণিজ্যিক, শৈল্পিক দুই ঘরানার সিনেমায়ই তাঁর
সমান দাপট। সম্প্রতি নাম লিখিয়েছেন বলিউডেও। দক্ষিণি সিনেমার অনেকেই তাঁকে
দেখে নার্ভাস হয়ে যান আর তিনিই কিনা শাহরুখ খানকে দেখে নার্ভাস হয়ে
পড়েছিলেন! এই দক্ষিণি তারকা আর কেউ নন, ‘সুপার ডিলাক্স’, ‘৯৬’খ্যাত অভিনেতা বিজয় সেতুপতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দক্ষিণি তারকা শাহরুখকে নিয়ে কথা বলেছেন।
শাহরুখ খানের সঙ্গে প্যান ইন্ডিয়া সিনেমা ‘জওয়ান’-এ অভিনয় করেছেন বিজয়
সেতুপতি। এই সিনেমায় শাহরুখের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতার কথা ভাগাভাগি
করেছেন বিজয়। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘শাহরুখ খান
অত্যন্ত নম্র স্বভাবের। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ও খুবই মজার।
তিনি অনেক বড় শিল্পী, তাই প্রথম দিন একটু নার্ভাস ছিলাম। কিন্তু তিনি
সব সময় আমাকে এবং অন্যান্য সহশিল্পীকে স্বাচ্ছন্দ্য অনুভব করাতেন।’
বিজয় আরও বলেন, ‘তাঁর আন্তরিকতায় আমি মুগ্ধ। প্রথম দিন তাঁর কোনো দৃশ্য
ছিল না। কিন্তু আমার জন্য তিনি সেটে এসেছিলেন। আমরা দৃশ্য নিয়ে অনেক
আলোচনা করেছি। তিনি অত্যন্ত বিনয়ী। তিনি একজন বড় সুপারস্টার, এটি তাঁর
আচরণে কখনো প্রকাশ পায়নি। তখন শাহরুখ স্যারের সঙ্গে আমি দারুণ সময় কাটিয়েছি।’

শাহরুখের সঙ্গে তিনি সিনেমা প্রসঙ্গে বিভিন্ন বিষয়ে খুব সহজেই দীর্ঘক্ষণ আলোচনা
করতে পারতেন। এতে শাহরুখ কখনো বিরক্ত হতেন না। বিজয় বলেন, ‘শাহরুখ
স্যারের সঙ্গে এতটাই সহজ হয়ে গিয়েছিলাম যে কোনো দৃশ্য নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা
করতে কুণ্ঠা বোধ করতাম না। দীর্ঘক্ষণ আলোচনা করার জন্য তাঁকে সরি বললে
তিনি আলোচনা করার জন্য আরও অভয় দিতেন। তাঁর মধ্যে কোনো
তারকাসুলভ আচরণ দেখতে পাইনি। আর এটা তাঁর সবচেয়ে বড় গুণ।’
দক্ষিণি পরিচালক অ্যাটলির ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ আর বিজয় ছাড়া আরও
দেখা যাবে তামিল তারকা নয়নতারাকেও। চলতি বছর জুন মাসের ২ তারিখে
ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া বিজয় বলিউড সিনেমা ‘মেরি ক্রিসমাস’–এ অভিনয়
করেছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। এই ছবিও এ বছরের শেষের দিকে মুক্তির কথা রয়েছে।
তাঁর আগেই অবশ্য বিজয়ের বলিউডযাত্রা শুরু হয়ে যাবে ওয়েব সিরিজ দিয়ে।
আগামী ১০ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তির অপেক্ষায় থাকা ‘ফরজি’ সিরিজে দেখা যাবে বিজয় সেতুপতিকে।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন