• সোম. জুন ৫, ২০২৩

দিবালা-আলভারেজ সিঙ্গেল নন

ডিসে ১৪, ২০২২

দিবালা-আলভারেজ সিঙ্গেল নন

দিবালা-আলভারেজের নারী ভক্তদের জন্য হতাশার সংবাদ বটে।

ব্যাক্তি জীবনে সিঙ্গেল নেই আর্জেন্টিনার এই তারকা দুই ফুটবলার।

সঙ্গিনী রয়েছেন দু’জনেরই, ভালোবাসার সম্পর্কে জড়িয়ে আছেন উভয়েই।

বিশ্বব্যাপী আর্জেন্টিনার বিশাল ফুটবল সমর্থক দল রয়েছে,

যাদের মাঝে বিশাল এক অংশ জুড়েই আছেন নারীরা।

তারই একটা অংশ বিমোহিত হয়ে আছে আর্জেন্টিনার ফুটবলারদের সৌন্দর্যে।

স্বাভাবিকভাবেই লিওনেল মেসি সবার প্রথম পছন্দ হলেও

পাউলো দিবালা আর জুলিয়ান আলভারেজও আছেন তাদের শর্টলিস্টে।

তবে সেই ভক্তদের জন্য রয়েছে হতাশ হবার মতো খবর।

বিবাহিত না হলেও দু’জনেরই জীবনে বেশ ঘনিষ্ঠ বান্ধবী আছেন।

আর্জেন্টিনার তারকা ফুটবলার পাওলো দিবালার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি।

ফুটবলারদের স্ত্রীর মাঝে অন্যতম সেরা সুন্দরী তিনি।

আর্জেন্টিনার বিনোদন জগতে সাবাতিনি বেশ জনপ্রিয় নাম।

পেশাগতভাবে সাবাতিনি একজন অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী।

২০১৮ সালে তার সাথে দিবালার সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে।

তার পর থেকে একসাথে একাধিক বার দেখা গেছে বিনোদন এবং ক্রীড়া জগতের দুই তারকাকে।

অন্যদিকে আর্জেন্টিনার তারকা ফুটবলার জুলিয়ান আলভারেসের প্রেমিকার নাম এমিলিয়া ফেরেরো।

যদিও তিনি হকি খেলে থাকেন, তবে পেশাগতভাবে তিনি শারীরশিক্ষার শিক্ষক।

ইনস্টাগ্রামেও বেশ পরিচিত মুখ এমিলিয়া, তার ফলোয়ার সংখ্যা প্রায় ১ লাখ ৭৭ হাজার।

আলভারেস ইউরোপের ম্যাঞ্চেস্টার সিটির সাথে চুক্তিবদ্ধ

হওয়ার পর এমিলিয়ার সাথে তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

চলমান কাতার বিশ্বকাপেও আছেন এমিলিয়া। আর্জেন্টিনা এবং

আলভারেসের সমর্থনে গ্যালারি থেকে গলা ফাটাচ্ছেন তিনি।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন