• বৃহঃ. মার্চ ৩০, ২০২৩

দীপিকাকে ভালোবাসার যে বার্তা দিলেন রণবীর

নভে ১০, ২০২২
রণবীর

দীপিকাকে ভালোবাসার যে বার্তা দিলেন রণবীর

বলিউডে বহুল আলোচিত জুটি দীপিকা-রণবীর। সাত বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেছেন তারা।

বিয়ের তিন বছরের মাথায় সম্প্রতি বলিউডের এ তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে।

এই গুঞ্জন শুনে দুজনই বিব্রত হচ্ছিলেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়।

এর সঙ্গেই সংবাদমাধ্যমটি স্ত্রী দীপিকার আন্তর্জাতিক জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়ারর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় খবরে রণবীরের উচ্ছ্বাসের খবর জানায়।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন দীপিকা পাডুকোন।

সেখানে দেখা যাচ্ছে— দীপিকার মুখে একফালি রোদ এসে পড়ছে। তার পরেই পর্দায় ফুট উঠছে একখানা লেখা— এবার পূর্ব দিকে তাকানোর সময় এসেছে।

দীপিকার এ ভিডিওতে যত না নজর কেড়েছে, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়েছে ভিডিওর নিচে লেখা একটি মন্তব্য।যাকে আবদার বলাই ভালো।

তবে আবদারটি করছেন দীপিকার স্বামী রণবীর সিং।তিনি ভিডিওর বক্তব্যের সঙ্গে মিলিয়ে নিচে লিখেছেন, এবার আমার একটা চুমু খাওয়ার সময় এসেছে।

দীপিকা অবশ্য এই আবদারের কোনো জবাব দেননি। যেমন ভিডিওর ব্যাপারেও বিশেষ কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী।

শুধু বিবরণে লিখেছেন— স্টে টিউনড। যা দেখে রীতিমতো কৌতূহল জন্ম নিয়েছে অনুরাগীদের মনে।

কেউ জানতে চেয়েছেন, পূর্ব দিকে তাকাতে বলছ কেন? এটি কি তোমার নতুন ছবির নাম?

আবার কেউ বলেছেন, দীপিকা হয়তো কোনো পোশাক-আশাকের ব্র্যান্ড খুলতে চলেছেন।

তবে এসব মন্তব্যের মধ্যে রণবীরের মন্তব্য নিয়ে অন্য ধারণা শুরু হয়েছে অনুরাগীদের মনে।

দীপিকার প্রতি ভালোবাসার কথা বরাবর বলে এসেছেন রণবীর। তবে ভক্তদের প্রশ্ন—জনসমক্ষে স্ত্রীর কাছ থেকে সোহাগ নিতে হবে কি?

যদিও ভক্তদের একাংশ মনে করছেন, ভালোবাসলে এভাবেই বলা উচিত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন