• বুধ. মার্চ ২৯, ২০২৩

দেশে অর্থনৈতিক ‘সাইক্লোন’ চলছে

নভে ৭, ২০২২
অর্থনৈতিক

বিশাল দুর্নীতি প্রবৃদ্ধির বড় অংশ খেয়ে ফেলছে উল্লেখ করে বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ বলেছেন, দেশে একটা অর্থনৈতিক ‘সাইক্লোন’ হয়ে যাচ্ছে।

মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ, টাকার অবমূল্যায়ন হয়েছে। গত ১০ বছরে ১০ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলেও দাবি করেন তিনি।

রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জি এম সিরাজ এসব কথা বলেন।

আইএমএফ থেকে সরকারের ঋণ নেওয়ার বিরোধিতা করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, এটা অর্থনীতির জন্য আরও ভয়ংকর।

তিনি বলেন, গ্যাস–সংকটের কারণে শিল্পে সংকট তৈরি হয়েছে। অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। করণীয় ঠিক করতে সবাইকে জাতীয়ভাবে বসা উচিত।

অনির্ধারিত এ আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, দেশকে সংঘাত ও সংকট থেকে রক্ষা করতে হবে।

মানুষ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দায়িত্বশীল বক্তব্য পেতে চায়। তিনি বলেন, বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে নানা কৌশলে বাধা দেওয়া হচ্ছে।

খেলা হবে নিয়ে পাল্টাপাল্টি

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ইদানীং রাজনীতিতে নতুন শব্দ যোগ হয়েছে। সবাই বলছে খেলা হবে।

কিসের খেলা হবে? কোথায় খেলা হবে? কার সঙ্গে খেলা হবে? জনগণ কোথায় খেলা দেখতে চায়?

খেলা হবে—এই স্লোগানকে হালকা বক্তব্য উল্লেখ করে ফিরোজ রশীদ বলেন, রাজনীতিতে এত হালকা কথা বলে, হালকাভাবে রাজনীতিকে নেওয়া উচিত নয়।

মানুষ বাঁচতে চায়। এই খেলা দেখতে চায় না।