নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি ইরানের, ট্রাম্পকে ‘হত্যার হুমকি’
ইরানের রেভল্যুশনারি গার্ডের মহাকাশ বাহিনীর প্রধান আমিরালি হাজিজাদেহ
বলেছেন, তাঁর দেশ ১ হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র
তৈরি করেছে। গতকাল শুক্রবার এ ঘোষণা দেন তিনি। ইরানি কমান্ডার
সোলাইমানি হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারিও পুনঃ উচ্চারিত করেছেন
এ কমান্ডার। বলেছেন, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান।
শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন পাভেহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ফুটেজ সম্প্রচার করা হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হাজিজাদেহ বলেন, ইসলামি প্রজাতন্ত্র
ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে ১ হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে।
ওই সাক্ষাৎকারে হাজিজাদেহ আরও বলেন, ‘খোদার ইচ্ছায় আমরা ট্রাম্পকে
হত্যা করতে চাইছি। পম্পেও (সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) এবং সেনা কমান্ডারদের
মধ্যে যাঁরা সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, তাঁদের হত্যা করা উচিত।’
২০২০ সালে বাগদাদে এক ড্রোন হামলায় ইরানের সেনা কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হন।
এর কয়েক দিন পর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
হামলা চালায় ইরান। সে হামলার প্রসঙ্গ টেনে শুক্রবার হাজিজাদেহ বলেন,
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘দরিদ্র সেনাদের’ হত্যার ইচ্ছা ইরানের ছিল না।
ইরানের নেতারা প্রায়ই কঠোর ভাষায় সোলাইমানি হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করে থাকেন।
ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে পশ্চিমা বিশ্বের উদ্বেগের
মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দেওয়া হলো। অবশ্য ইরান দাবি করে আসছে,
ইউক্রেন যুদ্ধ শুরুর আগে তারা রাশিয়াকে ড্রোনগুলো সরবরাহ করেছিল।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন