• বৃহঃ. মার্চ ৩০, ২০২৩

পরিচালক বললেন, ‘সরি ময়না পাখি টি এম’, জবাবে যা লিখলেন নায়িকা

অক্টো ২৫, ২০২২
পরিচালক

হলিউড, বলিউড বা ঢালিউডসহ যে ইন্ডাস্ট্রির কথাই বলি না কেন, পরিচালক আর নায়িকার প্রেম নতুন কিছু নয়।

এমনকি এই প্রেম বিয়ে নিয়ে লুকোচুরিও সব ইন্ডাস্ট্রিতে বিদ্যমান। পরিচালক নায়িকাকে বিয়ে করেছেন এমন অনেক ঘটনা ঢালিউডেও রয়েছে।

এবার আলোচনা এসেছে ঢালিউডের ‘পরাণ’ খ্যাত তরুণ নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জা।

গত রাতে রায়হান রাফি ফেসবুকে লিখেছেন, ‘সরি ময়না পাখি টি এম।’ এটি তমা মির্জার নামের সংক্ষিপ্ত রূপ।

সেটা বোঝা যায় রাফির পোস্টে তমার মন্তব্য দেখে। তমা লিখেছেন, ‘ওকে, এত্তগুলো লাভ…’ শুধু তা–ই নয়, পরে তমা মির্জা রঙিন সাদা ভালোবাসার ইমোজি ব্যবহার করে একসঙ্গে ছবি পোস্ট করেছেন।

সেই পোস্টে রায়হান রাফি মন্তব্য করেছেন, ‘কী কিউট ছেলেটা।’ তার প্রতি উত্তরে তমা মির্জা লিখেছেন, ‘সোনা পাখি।’

তমা মির্জা

তমা মির্জা

রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম।

পরে আবার তাঁদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’-এ। একটি সূত্র জানায়, একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

সেটাই এখন প্রেমে রূপ নিয়েছে। এই প্রসঙ্গে গত মাসে তমা মির্জা প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘আমি মনে করি, যেকোনো ক্রিয়েটিভ মানুষের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে।

আমি নিজে থেকে চাই যে এই মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকুক, তাহলে কিছু শিখতে পারব।

সেটা বন্ধুত্বের হোক, ভাইবোনের হোক কিংবা অভিভাবকের। রাফি ও আমার বয়স কাছাকাছি হওয়ায় আমাদের বন্ধুত্বটা হয়তো ভালো।

ছবিটি গতরাতে ফেসবুকে প্রকাশ করেছেন তমা মির্জা ও রায়হান রাফি

ছবিটি গতরাতে ফেসবুকে প্রকাশ করেছেন তমা মির্জা ও রায়হান রাফি

গত ১ জুন ছিল তমা মির্জার জন্মদিন। বিশেষ এই দিনের প্রথম প্রহরেই একসঙ্গে কেক কাটেন তাঁরা।

সেই সময় কেক খাইয়ে দেওয়ার ছবিসহ বেশ কিছু রোমান্টিক ছবি ও একটি ভিডিও ফেসবুকে দেখা যায়।

সেদিন রাফি তমার উদ্দেশ্যে লিখেছিলেন, ‘আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে বলছি, তোমার এই বিশেষ দিনটি সুখের হোক। আনন্দময় হোক পুরো বছর। শুভ জন্মদিন।’

তারপর থেকে একাধিকবার তাদের সহকর্মী ও বন্ধুদের ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজনে দেখা গেছে।

তবে রাফি এই সম্পর্ক নিয়ে এর আগে গণমাধ্যমে বলেছিলেন, ‘না না আমাদের মধ্যে কিছু নেই। তবে ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ সেটাও বলছি না।

এখানে ‘জাস্ট’ শব্দটিকে আমি নিচ্ছি না। আমরা আসলে ভালো বন্ধু। দেখা যাক, সময় আমাদের কোনদিকে নিয়ে যায়।’

বর্তমান রায়হান রাফি তার পরিচালিত ‘দামাল’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি ২৮ অক্টোবর মুক্তি পাবে।’

রায়হান রাফি

রায়হান রাফি
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন