পোখারা বিমানবন্দরের পাশেই দুর্ঘটনা
নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হয়েছে দুই সপ্তাহ আগে।
উদ্বোধনের ১৫ দিন পর বিমানবন্দরের কাছে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়।
রোববার (১৫ জানুয়ারি) সকালে পোখারা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড
আগে বিমানটি বিধ্বস্ত হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী
পুষ্প কুমার দাহাল (প্রচণ্ড) বিমানবন্দরটি উদ্বোধন করেন। চীনের সহায়তায় এই বিমানবন্দর তৈরি করা হয়েছে।
এই বিমানবন্দরের মাধ্যমে আন্তর্জাতিক অঞ্চলের সঙ্গে পোখারার সম্পর্ক তৈরি
হয়েছে বলে মন্তব্য করেন প্রচণ্ড। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত বছর নেপালের
বালুওয়াটারে তৎকালীন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার কাছে পোখারা বিমানবন্দরটি হস্তান্তর করেন।
উদ্বোধনের আগে এই বিমানবন্দর ঘিরেও বিতর্কের সৃষ্টি হয়। কাঠমান্ডুতে চীনের
দূতাবাস একতরফাভাবে ঘোষণা করেছে, পোখারা বিমানবন্দর চীন-নেপাল বিআরআই এর ফ্ল্যাগশিপ প্রকল্প।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানানো হয়, ২০১৬ সালের মার্চ মাসে নেপাল সরকার
২১৫ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের নরম শর্তে বিমানবন্দর নির্মাণের জন্য
চীনের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করেছিল। রোববার সকালে
বিমানবন্দরে অবতরণের ঠিক আগে বিমানটি বিধ্বস্ত হয়।
রোববার সকালে নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ৭২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় যাত্রীরা সবাই মারা গেছেন বলে জানা গেছে।
বিমানে ৪ জন ক্রুসহ মোট ৭২ জন ছিলেন।
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হলেন দেশটির জনপ্রিয় লোক ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল।
রবিবার (১৬ জানুয়ারি) নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে
ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। পোখরায় সেই দুর্ঘটনায় প্রাণ হারান এই শিল্পী।

নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান দেহ শনাক্ত করে নিশ্চিত করেছেন।
জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন নীরা।
নীরা মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’
বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়,
৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল
ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। টেক অফের ২০ মিনিটের মধ্যেই কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন