ফাইনালের আগে হোটেলের কক্ষে একা নন মেসি
হৃদ্রোগের কারণে ফুটবলকে অকালেই বিদায় জানিয়েছেন সের্হিও আগুয়েরো।
যত দিন আর্জেন্টিনা দলে খেলেছেন, হোটেলে বন্ধু লিওনেল মেসির সঙ্গে কক্ষ ভাগাভাগি করেছেন।
তিনি অবসর নেওয়ার পর হোটেলের কক্ষে থাকার জন্য নতুন কাউকে পছন্দ করেননি মেসি।
আর্জেন্টিনা অধিনায়ককে কাতার বিশ্বকাপে তাই এক কক্ষে একাই থাকতে হচ্ছে।
তবে ফাইনালের আগে তিনি আর একা নন। পুরোনো সঙ্গী বন্ধু আগুয়েরোকে ফিরে পেয়েছেন।
কাতারে কয় দিন ধরে আগুয়েরোকে আর্জেন্টিনা দলের সঙ্গেই দেখা যাচ্ছে।
এমনকি মেসিদের সঙ্গে গতকাল অনুশীলনেও নেমে পড়েছিলেন ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড।
আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক গাসটন এদুল জানিয়েছেন, শুধু অনুশীলনেই নয়,
আগুয়েরো ফাইনাল পর্যন্ত মেসিকে আর্জেন্টিনা দলের হোটেলেও সঙ্গ দেবেন।
মেসি এই নিয়ে তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলছেন। আগুয়েরো তাঁর সঙ্গে খেলেছেন ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ।
৩৫ বছর বয়সী মেসির সঙ্গে তাঁর সম্পর্ক যে খুব ভালো, এটা সবারই জানা।
কে জানে, কাতারে বন্ধুকে পেয়েই হয়তো আরও উজ্জীবিত হয়ে উঠেছেন ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে আসা মেসি!
কাতার বিশ্বকাপে এর মধ্যেই ৫টি গোল করেছেন মেসি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩ গোল।
সব মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা আর সেরা খেলোয়াড়ের পুরস্কার দুটি জয়ের দৌড়ে খুব ভালোভাবেই আছেন মেসি।
সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে মেসির মূল প্রতিদ্বন্দ্বী তাঁর ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
তাঁর গোলও ৫টি। আর সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মেসির সঙ্গে লড়াইয়ে আছেন ফ্রান্সেরই এমবাপ্পে ও গ্রিজমান।
শেষ পর্যন্ত এ দুজনকে পেছনে ফেলে দুটি পুরস্কারই যদি মেসি পেয়ে যান,
একই সঙ্গে জেতেন বিশ্বকাপ; তাহলে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা–খরা তো কাটবেই,
সঙ্গে সব অপূর্ণতা ঘুচে যাবে মেসির! এখন দেখা যাক, মেসির পাশে
থেকে ফাইনালের জন্য তাঁকে কতটা অনুপ্রাণিত করতে পারেন আগুয়েরো।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন