বরিশালের উজিরপুর উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুই দফা হামলায় পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশ আহত করার মামলা হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর থানা পুলিশ।
আহতদের মধ্যে উজিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক মো. ফারুককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কনস্টেবল মাসুদ সহ অপর ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, ঢাকার মিরপুর থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন হাওলাদারকে গ্রেফতার
করতে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামে অভিযান চালায়।
তারা স্বপনকে গ্রেফতার করে। এ সময় ধস্তাধস্তি করে লাফ দিয়ে পুকুরে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বাধা দিলে এএসআই ফারুক এবং কনস্টেবল মাসুদকে পিটিয়ে পালিয়ে যায় সে। এতে ফারুকের মাথা ফেটে যায় এবং মাসুদও আহত হয়।
এদিকে এ ঘটনার পর পুলিশ ওই এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ফের স্বপনকে গ্রেফতার করে পিকআপে তোলে। এ সময় সে ফের পিকাপ থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে প্রায় ১ কিলেমিটার ধান ক্ষেতে ধাওয়া করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় আরও ৪-৫ জন পুলিশ সদস্য সামান্য আহত হয়।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ জানান, সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আসামি স্বপনকে কারাগারে প্রেরন করা হয়েছে।
তার বিরুদ্ধে উজিরপুরসহ অন্য থানায় ডাকাতির ২টি এবং বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ পরিদর্শক জাফর জানিয়েছেন।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন