• শুক্র. জুন ৯, ২০২৩

বার্সা মেসিকে ছাড়াই শিরোপার স্বাদ পেল

মে ১৫, ২০২৩

বার্সা মেসিকে ছাড়াই শিরোপার স্বাদ পেল

শেষবার লা লিগার শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা ২০১৮/১৯ মৌসুমে,

এরপর পেরিয়ে গেছে তিন মৌসুম। তবে শিরোপায় আর চুমু খাওয়স হয়নি

কাতালান ক্লাবটির। অবশেষে সেই অপেক্ষার শেষ হলো। চার ম্যাচ হাতে রেখেই

২০২২/২৩ মৌসুমের লিগ শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। যা তাদের ২৭তম লা লিগা শিরোপা।

শেষবার লা লিগা জয়ের পর কতো কিছুই ঘটে গেছে ন্যু ক্যাম্পে। এর মাঝে

সবচেয়ে বড় ঘটনা লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে নাম লিখিয়েছেন পিএসজিতে।

তবে সবকিছু পেছনে ফেলে এই শতাব্দীতে প্রথমবার মেসিকে ছাড়া শিরোপার স্বাদ

পেল বার্সেলোনা। রোববার এস্পানিওলকে ৪-২ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।

শিরোপার সুবাসে মাঠে নেমে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছে বার্সেলোনা।

ছন্নছাড়া এস্পানিওলের ওপর একচেটিয়া আধিপত্য ধরে রেখে মেতে উঠেছিপ গোল

উৎসবে। উদযাপন শুরু হতে পারতো ষষ্ঠ মিনিটেই। ফাঁকায় বল পেয়ে কোনাকুনি

শট নেন পেদ্রি, কিন্তু বল চলে যায় বাইরে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে

হয়নি, পাঁচ মিনিট পরই দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি।

চাপ ধরে রেখে ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ডান দিক

থেকে পেদ্রির বাড়ানো বল বাঁ পায়ে জালে ঠেলে দেন লেফট-ব্যাক বালদে।

২৪ মিনিটে এসপানিওল গোলরক্ষক দারুণভাবে ঠেকিয়ে না দিলে

নিজের দ্বিতীয় গোলটিও প্রায় পেয়ে গিয়েছিলেন লেভানদোভস্কি।

সেই মুহূর্তে দলের তৃতীয় গোলটি না এলেও পরের বিশ মিনিটে একের পর এক

আক্রমণে এসপানিওলের রক্ষণকে নাচিয়ে ছাড়ে বার্সার আক্রমণভাগ।

এরই মাঝে ৪০ মিনিটে বার্সার আক্রমণের চাপে পিষ্ট হয়ে তৃতীয় গোলটিও হজম করে বসে এসপানিওল।

গোলদাতা লেভানদোভস্কি। এবার রাফিনিওর নিখুঁত পাস থেকে দুর্দান্ত স্লাইডে বল জালে জড়ান তিনি।

বিরতির পরও আক্রমণের ধারা ধরে রাখে বার্সা। ৫৩ মিনিটে নিজেদের চতুর্থ

গোলটি আদায় করে নেয় তারা। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের অ্যাসিস্টে গোল করনে

কুন্দে। এরপর বার্সেলোনা কিছুটা আয়েশি ফুটবল খেলা শুরু করলে ব্যবধান কমানোর

সুযোগ আসে এসপানিওলের সামনে। ৭৩তম মিনিটে গোল করে ব্যবধান কমান হাভিয়ের পুয়াদো।

যোগ করা সময়ের একেবারে শেষ সময়ে আরেকটি গোল শোধ করে এস্পানিওল।

ফের্নান্দো কালেরোর হেড পোস্টে প্রতিহত হওয়ার পর ফিরতি বল গোলমুখ থেকে

সহজেই জালে পাঠান হোসেলু। ফলে ব্যবধানে দাঁড়ায় ৪-২ গোলে। এই ব্যবধান ধরে শিরোপা নিশ্চিত করে বার্সা।

শিরোপা জয়ের পথে ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ টি ম্যাচ ড্র করেছে বার্সেলোনা।

তাদের পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে

রিয়াল মাদ্রিদ। এখনো উভয় দলের অবশ্য চারটি করে ম্যাচ বাকি।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন