বিশ্বকাপে প্রথম ম্যাচ হারের পর যেসব পরিণতি হয়েছিল আর্জেন্টিনার
টানা ৩৬ ম্যাচ না হারার সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপে এসেছিল আর্জেন্টিনা।
নতুন রেকর্ডের সঙ্গে বিশ্বকাপ ট্রফিটাকেও ঘরে নিয়ে যেতে চেয়েছিল তারা।
তবে লিওনেল মেসিদের সেই স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে সৌদি আরবের
সঙ্গে পা ফসকে। সেই ম্যাচে ২-১ গোলে হারের পর এখন গ্রুপ পর্ব
পেরোনোয় কঠিন হয়ে গেছে। তবে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের
অভিজ্ঞতা আর্জেন্টিনার এবারই প্রথম নয়। এর আগে আরও
৫ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের মুখে পড়তে হয়েছিল আর্জেন্টিনাকে।
দেখে নেওয়া যাক, সেই হারের পর কী ঘটেছিল আর্জেন্টিনার সঙ্গে।
১৯৯০ বিশ্বকাপ
বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটনগুলো একটি
১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে আর্জেন্টিনার হার।
সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছিল
ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। ম্যাচের ৬৭ মিনিটে হজম
করা গোলে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। তবে সেই হারের ধাক্কা
ঠিকই সামলে নিয়েছিল ম্যারাডোনার দল। দারুণ খেলে নিশ্চিত
করেছিল ফাইনালও। তবে ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৯৮২ বিশ্বকাপ
সেবারও আর্জেন্টিনা বিশ্বকাপে এসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে।
তবে গ্রুপ পর্বের শুরুতেই ধাক্কা খায় তারা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই
হেরে যায় বেলজিয়ামের কাছে। ১-০ গোলের সেই হারের ধাক্কা সামলে
অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। হাঙ্গেরি ও এল সালভাদরকে হারিয়ে দ্বিতীয়
রাউন্ডে যায় আর্জেন্টিনা। তবে লাতিন এই পরাশক্তিদের শেষ রক্ষা হয়নি।
দ্বিতীয় রাউন্ডে ইতালি ও ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয় ’৭৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের।
১৯৭৪ বিশ্বকাপ
১৯৭০ বিশ্বকাপে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আর্জেন্টিনা।
চার বছর পর বিশ্বকাপে ফেরার অভিজ্ঞতাটা সুখকর হয়নি ‘আলবিসেলেস্তে’দের।
স্টুটগার্টে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে হেরে
যায় আর্জেন্টিনা। পরে অবশ্য ইতালির সঙ্গে ড্র করে এবং
হাইতিকে হারিয়ে সেকেন্ড রাউন্ডের টিকিট পায় তারা।
দ্বিতীয় রাউন্ডে অবশ্য বেশ বাজে অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায়
নিতে হয় আর্জেন্টিনাকে। তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা।
পূর্ব জার্মানির সঙ্গে ড্র করলেও হেরে যায় নেদারল্যান্ডস এবং ব্রাজিলের সঙ্গে।
১৯৫৮ বিশ্বকাপ
১৯৫৮ সালের বিশ্বকাপেও প্রথম ম্যাচে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।
২৪ বছর পর বিশ্বকাপে ফিরে পূর্ব জার্মানির বিপক্ষে ১-০ গোলে
হেরে যায় লাতিন আমেরিকার দেশটি। এই হারের ধাক্কা সামলে
আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে
জিতলেও ৬-১ গোলের বড় হার দেখতে হয় চেকোস্লোভাকিয়ার সঙ্গে।
১৯৩৪ বিশ্বকাপ
প্রথম আসরের ফাইনালিস্ট আর্জেন্টিনা বিশ্বকাপে খেলতে গিয়েছিল
শিরোপায় চোখ রেখে। সেবার বিশ্বকাপ শুরুই হয় নকআউট দিয়ে।
যেখানে সুইডেনের বাঁধা পেরোতে পারেনি তারা। ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে।
অর্থাৎ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের পর আর্জেন্টিনার অভিজ্ঞতা
খুব ভালো নয়। শুধু ১৯৯০ বিশ্বকাপে তারা ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল,
বাকিগুলোতে গ্রুপ পর্ব বা দ্বিতীয় রাউন্ডেই শেষ হয় বিশ্বকাপ যাত্রা।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন