ভালোবাসার মেসির প্রতি এক প্রেমিকের আর্জি
প্রেমিকার হাতে একগুচ্ছ লাল গোলাপ দেখতে কার না ইচ্ছে করে, কার না ইচ্ছে করে প্রিয়তমার পায়ের তালে নুপুরের
ঝংকার শুনতে। প্রেয়সীর মেহেদি রাঙা হাত আর আলতা ছোঁয়া পা; প্রেমিকের স্বপ্নই তো বটে। তার কাজল কালো চোখে
চোখ রেখে হারাতে তো চায় সবে। লাল/নীল শাড়িতে, রাঙা ঠোঁটের হাসিতে মাতাল হতে চায় না কে? কে না চায়
রেশমি চুড়ির রঙধনুতে প্রেমিকাকে সাজাতে! একজন প্রেমিকের জন্য এর চেয়ে বড় সুখানুভূতি আর কিইবা হতে পারে!
গুনগুন করে কখনো শ্রীকান্তের সেই বিখ্যাত দুটো লাইন কি কখনো গাইতে ইচ্ছে হয়, ‘কুচবরণ কন্যা তোমার মেঘবরণ
চুল / দুলে কানে গজমতির মালা, কানে ঝুমকো দুল?’ অথবা কোনো এক ছুটির দিনে, পহেলা বৈশাখে হয়তো বা ফাগুনে,
কোনো এক পরমা সুন্দরীর চুলের খোঁপার রঙিন ফুলে মাতাল হয়ে গাইতে কি ইচ্ছে হয় না অস্ফুটস্বরে, ‘দিল ওহি মেরা ফাঁস গায়ী’…
কোনো মেঘলা দিনে কখনো মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে হয় কি? ইচ্ছে হয় কি প্রিয় মানুষটার সাথে নগ্ন পায়ে হাতে হাত রেখে
নিশিথ রাতে পিচঢালা পথে হেঁটে চলতে? কিংবা কাঁধে কাঁধ রেখে চাঁদের আলোর শুভ্রতা গায়ে মাখতে? ইচ্ছে তো হয়
কোনো এক বিষন্ন বিকেলে নদীর ধারে বসে পা ভেজাই স্রোতে। হয়তো বলতে ইচ্ছে করে ‘এক কাপ চায়ের সাথে তোমাকেই
চাই!’ প্রেমিকার হাতে যেমন লাল গোলাপ শোভা ছড়ায়, শাড়ি, কাজল আর চুড়িতে যেমন তাকেই মানায়;
রাঙা হাত-পা যেমন মুগ্ধতায় মাতায়, তার খোঁপা যেমন অনিচ্ছাতেও অস্ফুটে গান গাওয়ায়, অসংখ্য ইচ্ছে আর
স্বপ্নে যেমন তাকেই সাজায়; তেমনি একটা ট্রফি, একটা বিশ্বকাপ শিরোপা তো তাকেই মানায়। বলছিলাম লিওনেল মেসির কথা; আমার গল্পে প্রেমিকা চরিত্রে তারই ভূমিকা।
হ্যাঁ মেসি, আমরা আপনার প্রেমিক। আপনার মুগ্ধতা ছড়ানো ওই দুটো পায়ের প্রেমে পড়েছি।
প্রেমে পড়েছি আপনার দেখানো ভুবন জুড়ানো ছোট পা দুটোর সৌন্দর্যের। প্রেমে পড়েছি আপনার মন বুঝতে পারা
উর্বর মস্তিষ্কের। প্রেমে পড়েছি সবুজের ক্যানভাসে বাঁ পায়ে আঁকা আপনার বিস্ময়কর সব কারুকার্যের। আপনি
আমাদের কাছে দ্য ভিঞ্চি। তাইতো আপনার আঁকা শতো মোনালিসার প্রেমে পড়েছি। এই প্রেম শুধুই আজকের নয় বা
এক দিনের নয়, বরং হাজারো দিনের। শুনেছি প্রেমিকার হাতে লাল গোলাপ যতটা শোভা পায়, তা পায় না অন্য
কোথাও। ফলেই তো এতো করে চেয়েছি লাল গোলাপটা আপনার হাতে আসুক, হোক তা মাত্র একটি বারের জন্য!
গোলাপটা কি খুব সাধারণ? সাদা, গোলাপি বা কালো গোলাপ তো জীবনে অনেক এসেছে, ধরা দিয়েছে আরো কতো
প্রজাতির সুন্দর সব ফুল। কিন্তু প্রেমিকার হাতের শোভা যেই লাল গোলাপ, সেই লাল গোলাপ তো ধরা দেয়নি একাধিকবার হাত বাড়ানো দূরত্ব থেকেও।
হয়ে গেছে ধূসর কালো মলিন গল্প। যেই গল্পগুলো ঘাম জরানো, মাথা নোয়ানো, দাঁতে দাঁত চাপানো, মুখ লুকানো, অশ্রু ভেজানো, রক্ত মেশানো।
অতঃপর তা দুঃখ দিয়ে মুড়ানো। কিন্তু আবার সুযোগ এসেছে, স্বপ্ন দেখাচ্ছে, গোলাপের ঘ্রাণে সুবাসিত হবার সময় হয়েছে। ফলে খুব করে চাই, প্রেমিকার হাতেই উঠুক লাল গোলাপ। প্রেমিক হিসেবে আমরা ধন্য হতে চাই।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন