• শনি. মার্চ ২৫, ২০২৩

মেসি ফিফার সপ্তম বর্ষসেরা পুরস্কার জিতে যা বলেছেন

ফেব্রু ২৮, ২০২৩

মেসি ফিফার সপ্তম বর্ষসেরা পুরস্কার জিতে যা বলেছেন

ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ

জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে

শিরোপা জয়ের পর মেসি এবার ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান

এমবাপ্পে ও করিম বেনজেমাকে হারিয়ে সেরা নির্বাচিত হন।

পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিজের সতীর্থ, কোচ,

পরিবার ও দেশের মানুষকে ধন্যবাদ দেন মেসি। তার বক্তব্যের বেশির ভাগজুড়েই ছিল বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ।

মেসি বলেন, ‘অকল্পনীয়! দুর্দান্ত একটি বছর কাটিয়েছি এবং এখানে থাকতে পারা

এবং এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে

পারতাম না আমি। দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি দেখেছি, সেটা অবশেষে পূরণ করতে

পেরেছি। খুব কম মানুষেই এটা পূরণ করতে পারে এবং স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’

অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। পরে আর্জেন্টাইন

সুপার স্টার লিওনেল মেসির হাতে ফিফা দ্য বেস্ট মেনস ফুটবলার

অ্যাওয়ার্ড তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মেসি এই পুরস্কার জেতার ক্ষেত্রে ৫২ পয়েন্ট পেয়েছেন। এমবাপ্পে পেয়েছেন ৪৪ পয়েন্ট।

তৃতীয় স্থানে থাকা বেনজেমার পয়েন্ট ৩৪। এরপর রয়েছেন লুকা মডরিচ (২৮),

আরলিং হালান্ড (২৪), সাদিয়ো মানে (১৯), জুলিয়ান আলভারেজ (১৭), আশরাফ হাকিমি (১৫), নেইমার (১৩)।

১৯৯১ সাল থেকে বিভিন্ন নামে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে বিশ্ব

ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। শুরু থেকে ২০০৯ সাল পর্যন্ত ‘ফিফা ওয়ার্ল্ড

প্লেয়ার অব দা ইয়ার’ নামের পুরস্কারটি একবার জেতেন মেসি।

৩৫ বছর বয়স্ক মেসি ২০২১-২২ সময়কালে ক্লাব ও দেশের হয়ে ৪৯টি খেলায় ২৭টি গোল করেছেন।

পরের ছয় বছর ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ আর ফিফা মিলে দেয় ফিফা ডি’অর।

এই পুরস্কারটি মেসি জেতেন ২০১০, ২০১১, ২০১২ ও

২০১৫ সালে। এরপর ২০১৯ সালে ‘দা বেস্ট’ নাম দেয় ফিফা।

অন্যদিকে ফিফা বর্ষসেরা কোচও হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয়ী কোচ লিওলেন স্ক্যালনি।

অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার

জিতলেন আলেক্সিয়া পুতেয়াস। ইংলিশ ফুটবলার বেথ মিড ও যুক্তরাষ্ট্রের

অ্যালেক্স মর্গ্যানকে হারিয়ে পুরস্কারটি জয় লাভ করেন বার্সার মিডফিল্ডার পুতেয়াস।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন