• বৃহঃ. মার্চ ৩০, ২০২৩

যে কারণে অভিষেক–কারিশমার বিয়ে হয়নি, ফাঁস করলেন প্রযোজক

নভে ২৩, ২০২২

যে কারণে অভিষেক–কারিশমার বিয়ে হয়নি, ফাঁস করলেন প্রযোজক

এখন অভিষেক বচ্চন আর কারিশমা কাপুরের পথ আলাদা।

কিন্তু একটা সময় ছিল, যখন তাঁদের একই সঙ্গে পথ চলার কথা ছিল।

আংটি বদল করেও তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হননি। কিন্তু কী কারণে

তাঁদের বিয়ে হয়নি, তা এত দিন পর ফাঁস করলেন প্রযোজক সুনীল দর্শন।

তিনি জানান, আংটি বদলের পর থেকে শুটিং সেটে সারাক্ষণ ঝগড়া করতেন তাঁরা।

অভিষেক বচ্চন আর কারিশমা কাপুর জুটি বেঁধেছিলেন

‘হাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া হ্যায়’ ছবিতে। এটি এই জুটির একমাত্র ছবি।

এই ছবির শুটিং সেটে তাঁদের প্রেম হয়। তাঁদের প্রমের গল্পকথন সবার মুখে মুখে।

বলিউডে সবাই ধরেই নিয়েছিলেন, এই ছবির শুটিং শেষে তাঁরা বিয়ে করবেন।

শুটিং চলাকালীন তাঁরা আংটিও বদল করেন। কিন্তু এর পর থেকেই

ছোট ছোট বিষয় নিয়ে তাঁদের মধ্যে সব সময় ঝগড়া হতে থাকে।

অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের কথা ছিল কারিশমা কাপুরের
অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের কথা ছিল কারিশমা কাপুরের

ছবিটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে ছবিটি যেমন

সাফল্য পায়নি, তেমনি তাঁদের সম্পর্কও আর টেকেনি।

কিছুদিনের মধ্যেই তাঁরা আলাদা হয়ে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে

এই ছবির প্রযোজক সুনীল দর্শন এসব বিষয় জানান। তিনি আরও জানান,

সবাই যখন তাঁদের পারফেক্ট জুটি বলছিলেন, তখন শুটিং সেটে তাঁদের

ঝগড়া দেখে মনে প্রশ্ন উঠত, তাঁরা কীভাবে একে অপরের জন্য পারফেক্ট হন!

কারিশমা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
কারিশমা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

কারিশমা তখন বলিউডে তারকাখ্যাতি পেয়ে গেছেন আর অভিষেকের

পথচলা শুরুর দিক। তারপরও তাঁদের মধ্যে গড়ে উঠেছিল সম্পর্ক।

কিন্তু কেবল মতের অমিলের কারণে ২০০২ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

এই সম্পর্ক ভাঙার কারণ হিসেবে এত দিন একেকজন একেক রকম

কথা বললেও আসল কারণ সামনে এল ২০ বছর পর।

অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া ও আরাধ্য। ছবি: ইনস্টাগ্রাম
অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া ও আরাধ্য। ছবি: ইনস্টাগ্রাম

পরের বছরই বিয়ের পিঁড়িতে বসেন কারিশমা। দিল্লির ব্যবসায়ী

সঞ্জয় কাপুরকে বিয়ে করেন তিনি। কিন্তু তাঁর দাম্পত্যজীবন

সুখের হয়নি। ২০১৬ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়।

অন্যদিকে ২০০৭ সালে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন অভিষেক।

তাঁদের সংসারে রয়েছে এক কন্যাসন্তান।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন