রাশমিকা যা বললেন সামান্থাকে নিয়ে
বিরল রোগে আক্রান্ত হয়ে আপাতত অভিনয় থেকে দূরে আছেন সামান্থা রুথ প্রভু।
এটা সবারই জানা। এত দিন তার অসুস্থতা নিয়ে বিনোদনজগতের অনেকে কথা বলেছেন।
অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এবার তাঁকে নিয়ে কথা বললেন আরেক দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা।
দক্ষিণে সাফল্যের পর তাঁরা দুজনই এখন বলিউডে পা রেখেছেন।
রাশমিকা এখন ব্যস্ত তাঁর নতুন তামিল ছবি ‘ভারিসু’র প্রচারে।
এ সময় তিনি সামান্থা রুথ প্রভু প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন,
‘সামান্থা অসাধারণ অভিনয়শিল্পী ও ভালো মনের মানুষ।
তিনি এমন একজন, যাকে আমি সব সময় সম্মান করি, ভালোবাসি।’
সামান্থা মায়োসাইটিস নামের এক জটিল রোগে আক্রান্ত।
এ প্রসঙ্গে রাশমিকা বলেন, সামান্থা যখন তাঁর অসুস্থতার সংবাদ প্রকাশ করেন,
তখনই আমি জানতে পারি। তাঁর সুস্থতা কামনা করি।’ তিনি আরও বলেন,
‘আপনি যখন কারও দিকে তাকাবেন, আপনি চাইবেন সে পৃথিবীর সবকিছু
জয় করুক। আমার বেলায়ও তা–ই। তা ছাড়া সামান্থা আমার খুব
কাছের মানুষ। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। আমি চাই, পৃথিবীতে তাঁর জন্য শুধু ভালোবাসা থাকুক।’
গত অক্টোবরে সামান্থা নিজেই এ রোগ সম্পর্কে সবাইকে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘কয়েক মাস আগে আমার
ইমিউন সিস্টেমে গড়বড় দেখা গেছে। বিরল এই শারীরিক অবস্থাকে বলে
মায়োসাইটিস। চেয়েছিলাম, সেরে উঠে আপনাদের বিষয়টি সম্পর্কে জানাব।
কিন্তু আমরা যা ভাবি, সব সময় তা হয় না।’ তিনি আরও লেখেন,
‘চিকিৎসকেরা নিশ্চিত যে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। জীবনে আমি যেমন
অনেক ভালো দিন দেখেছি, তেমনি খারাপ দিনও পার করেছি। কিন্তু
এবার মনে হচ্ছে, আর একটা দিনও পারব না। কীভাবে কীভাবে যেন
সময়গুলো কোনোরকমে পার হয়ে যাচ্ছে। বোধ হয়, আর মাত্র কিছুদিন…।’
অসুস্থতার জন্য অভিনয় থেকে দূরে থাকলেও সামান্থা রুথ প্রভু অভিনীত
ছবি ‘শকুন্তলম’ এখন মুক্তির অপেক্ষায়। আগামী ২৭ ফেব্রুয়ারি হিন্দি,
তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় ছবিটি মুক্তি পাবে।
অন্যদিকে ১২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘ভারিসু’।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন