• বুধ. মার্চ ২৯, ২০২৩

লড়াই চলবেই: ইউক্রেন

অক্টো ১১, ২০২২
ইউক্রেন

গতকাল সোমবার সকালে ইউক্রেনজুড়ে অতর্কিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন এ অন্তত ৮৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তবে এরমধ্যে ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। রাশিয়ার এই হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

আহত হয়েছেন আরও অন্তত ১০৫ জন। রুশ হামলার তীব্রতা বাড়লেও পাল্টা হামলা চালিয়ে যাওয়ার

কথা জানিয়েছে ইউক্রেন। আজ মঙ্গলবার বিবিসির এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের একজন সিনিয়র রাজনীতিবিদ বিবিসিকে বলেন, রাশিয়া দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে যেসব

অঞ্চল দখল করে নিয়েছে তাতে ইউক্রেনের পাল্টা হামলা অব্যাহত থাকবে।

বিবিসির কূটনৈতিক প্রতিবেদক পল অ্যাডমস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের ডেপুটি প্রধান ইহর জোভকার সঙ্গে কথা বলেছেন।

জোভকা বলেন, আতঙ্ক তৈরি করতে রাশিয়া সোমবারের হামলা ডিজাইন করেছে। যা ব্যস্ততম সময়ের মাঝে প্রধান শহরগুলোতে আঘাত হানে।

তবে ভয়াবহ হামলার মাধ্যমেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয়দের ভয় দেখাতে ব্যর্থ হয়েছে। এ সময় জোভকাকে প্রশ্ন করা হয়, শীতকালে এটি রাশিয়ার কৌশল হবে বলে তিনি মনে করেন কি না?

এর জবাবে তিনি সম্মতি জানান এবং বলেন, রাশিয়ার পরিকল্পনা হচ্ছে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে বেসামরিক লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা।

জোভকা আরও বলেন, তিন ঘণ্টার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কোনো সামরিক স্থাপনায় আঘাত হানে নি রুশ মিসাইল।

তবে জোভকার এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বিবিসি। এছাড়া তিনি বলেন, ইউক্রেন এর সেনাবাহিনী তাদের পাল্টা আক্রমণ চালিয়ে যাবেন।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন