• বৃহঃ. মার্চ ৩০, ২০২৩

শিরোপা- সম্ভাবনায় এগিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা

নভে ১৮, ২০২২

শিরোপা- সম্ভাবনায় এগিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা

চার বছর পর আবার ফিরে এসেছে বিশ্বকাপ। ১৯৩০ সালে মাত্র ১৩ দল নিয়ে প্রথম বিশ্বকাপ হয়েছে।

তারপর দলের সংখ্যা বেড়ে ১৬, ২৪ ও ৩২ হয়েছে।

সবমিলিয়ে ২১ বিশ্বকাপ হয়েছে এর আগে যার মধ্যে সর্বাধিক ৫ বার শিরোপা জিতেছে ব্রাজিল।

এরপর দ্বিতীয় সর্বাধিক ৪ বার করে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি ও জার্মানি।

দুটি করে ট্রফি আছে আর্জেন্টিনা, ফ্রান্স ও উরুগুয়ের।

গতবারের মতো এবারও বিশ্বকাপে ঠাঁই হয়নি ইতালির। কিন্তু বাকিরা খেলছে কাতার বিশ্বকাপে।

এর মধ্যে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও জার্মানি।

এছাড়া গত আসরে ঝলক দেখানো বেলজিয়াম, ক্রোয়েশিয়া

ও ইংল্যান্ড আছে অন্যতম ফেভারিটের তালিকায়। বাজির ঘোড়া হিসেবে

ওপরের দিকে আছে স্পেনও। ৩২ দলেরই কিছু না কিছু সম্ভাবনা আছে

বিশ্বকাপ জেতার। কোন দলের কতখানি সুযোগ আছে তা হিসাব কষে

বের করেছে বিশ্বকাপ পূর্বাভাস মডেলের অধীনে পারফর্মেন্স

পরিসংখ্যানের কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এতে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে

সবচেয়ে এগিয়ে লাতিন আমেরিকার দল ব্রাজিল। বেটিং মার্কেট ও

পারফর্মেন্সের পরিসংখ্যান বিবেচনা করে তাদের সম্ভাবনা শতকরা ১৬ ভাগ।

ফাইনালে ওঠার সম্ভাবনা সেলেসাওদের ২৫ ভাগ।

বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল। যদিও ২০০২ সালের পর আর কোনো

শিরোপার দেখা পায়নি তারা। অর্থাৎ সর্বশেষ ৪ বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’

জয়ের মিশন সফল করতে পারেনি ব্রাজিল। ফিফা র‌্যাঙ্কিংয়ে

এই মুহূর্তে এক নম্বর দল সেলেসাওরা। এবার নিয়ে মোট ৭ বিশ্বকাপ

৩২ দলের এবং পরবর্তী আসরে সংখ্যাটি হবে ৪৮। তাই পরের আসরে

প্রতিদ্বন্দ্বিতাটা হবে আরও বড়। তাই ব্রাজিলের জন্য এবারই সর্বশেষ সুবর্ণ সুযোগ।

ইতিহাস ঘেঁটে, সাম্প্রতিক দলগত পারফর্মেন্স, এবার গ্রুপ পর্ব থেকে

শুরু করে পরবর্তী রাউন্ডে সম্ভাব্য প্রতিপক্ষদের শক্তিমত্তা ও পারফর্মেন্স

এবং তাদের বিপক্ষে আগে হওয়া ম্যাচগুলোর ফলাফল, সব দলের জয়,

ড্র ও পরাজয়ের ম্যাচ ইত্যাদি সবকিছু বিশ্লেষণ করেই বিভিন্ন দলের

এবার কাতারে শিরোপা জয়ের সম্ভাব্যতা নির্ণয় করা হয়েছে।

এসব কিছু বিবেচনায় ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা পাওয়া গেছে

শতকরা ১৬ ভাগ। আর তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ২৫ ভাগ।

ব্রাজিলের পরেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আরেক লাতিন ফেভারিট আর্জেন্টিনা।

দ্বিতীয় সর্বোচ্চ সম্ভাবনা তাদের এবারের বিশ্বকাপ জেতার।

লিওনেল স্কালোনির দলে সুপারস্টার লিওনেল মেসির জন্যই

আর্জেন্টিনাকে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে।

যদিও ১৯৭৮ ও ১৯৮৬ সালে মাত্র দুইবার শিরোপা জিতেছে তারা।

৩৬ বছরের আক্ষেপ ঘোঁচানোর ক্ষেত্রে তাদের সম্ভাবনা শতকরা ১৩ ভাগ।

এরপরে সম্ভবনায় এগিয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স (১২%), স্পেন (৯%) ও ইংল্যান্ড (৯%)।

শিরোপা জেতার সম্ভাবনায় ফ্রান্স তিনে থাকলেও নকআউট পর্বে

ওঠার ক্ষেত্রে তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি। ৯১ ভাগ সম্ভাবনা তাদের

দ্বিতীয় রাউন্ডে ওঠার। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের সম্ভাবনা

৮৯ ভাগ। গতবার ফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। কিন্তু সেই

পারফর্মেন্সের পুনরাবৃত্তি করা কঠিন তাদের জন্য। আবার ফাইনালে

ওঠার সম্ভাবনাই তাদের অনেক কম, শতকরা মাত্র ৪ ভাগ।

অন্য ১১ দলের সম্ভাবনা তাদের চেয়ে বেশি। ‘বি’ গ্রুপে এবার ইংল্যান্ড, ওয়েলস, যুক্তরাষ্ট্র ও ইরান।

গ্রুপের শীর্ষে থাকার সম্ভাবনা ইংল্যান্ডের শতকরা ৬০ ভাগ

এবং শিরোপা জয়ের সম্ভাবনায় পঞ্চম ফেভারিট তারা (৯%)। তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা শতকরা ৫৬ ভাগ।

এবার বিশ্বকাপে কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে তারা তৃতীয় সেরা সম্ভাবনাময় দল।

এই গ্রুপ থেকে ওয়েলসের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা ৪১ ভাগ, অথচ যুক্তরাষ্ট্র এগিয়ে ৪৫ ভাগ সম্ভাবনা নিয়ে।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন