• শুক্র. জুন ৯, ২০২৩

সারা আলী খান বিয়ের জন্য যে ধরনের পাত্র খুঁজছেন

এপ্রি ৬, ২০২৩

সারা আলী খান বিয়ের জন্য যে ধরনের পাত্র খুঁজছেন

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ক্রিকেটার শুবমান গিলের সঙ্গে প্রেম করছেন

বলিউড অভিনেত্রী সারা আলী খান। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত শুবমান বা

সারা কেউ কিছু বলেননি। কিন্তু সারা জানালেন, তাঁর নাকি এখনো বিয়ের সময়ই হয়নি।

আর যখন সময় হবে, তখন কেমন ছেলে বিয়ে করবেন তা–ও জানালেন এই অভিনেত্রী।

খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

এই সিনেমার প্রচারণার সময় একটি অনুষ্ঠানে সারা মুখোমুখি হন অভিনেত্রী

শেহনাজ গিলের। সেখানে শেহনাজ বিয়ের প্রসঙ্গ তুললে তিনি জানান, অন্য

তারকাদের মতো তারও বিয়ে করার ইচ্ছা আছে। তবে এখন তাঁর

বিয়ের সময় হয়নি। সময় হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসতে চান।

বিয়ে করার মতো কোনো ছেলে পেয়েছেন কি না, জানতে চাইলে শেহনাজ গিলকে

সারা জানান, মনের মতো এখনো কোনো ছেলে পাননি তিনি। কেমন ছেলে

পছন্দ—জানতে চাইলে তিনি হেসে বলেন, ‘বিয়ের জন্য আমাকে এমন একজনকে

খুঁজতে হবে যে একই সঙ্গে অন্ধ এবং পাগল। কেননা ছেলে যদি বুদ্ধিমান

হয় তাহলে সে আমাকে চিনে ফেলবে ও পালিয়ে যাবে।’

গুঞ্জন রয়েছে, ‘লাভ আজকাল’ সিনেমা করার সময় কার্তিক আরিয়ানের সঙ্গে

তাঁর প্রেম জমে উঠেছিল। কিন্তু পরে সেই সম্পর্ক আর টেকেনি। কিন্তু কিছুদিন

আগেই সারা জানিয়েছেন কার্তিকের সঙ্গে অভিনয় করতে তাঁর আপত্তি নেই।

এখন শুবমান গিলের সঙ্গে তাঁর সম্পর্কের কথা চারদিকে চাউর হলেও সারা এ

বিষয়ে এখনো মুখ বন্ধ রেখেছেন। গত ৩১ মার্চ ডিজনি+হটস্টারে মুক্তি

পেয়েছে সারা আলী খানের ‘গ্যাসলাইট’। এই সিনেমায় তাঁর সঙ্গে

আরও অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, বিক্রান্ত ম্যাসি প্রমুখ।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন