এবার আর আত্মঘাতী গোলে নয়। শুক্রবার অনূর্ধ্ব-১৭ এএফসি ফুটবলে বাংলাদেশ ্এর নিজেদের করা গোলে।
ভুটানকে ২-০ গোলে হারিয়ে তারা এখন ইয়েমেনের সাথে ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ ইয়েমেন ম্যাচে যে দল জিতবে তারাই যাবে চূড়ান্ত পর্বে।
রানার্সআপ দলকে অপেক্ষায় থাকতে হবে ৫ সেরা রানার্সআপের একটি হয়ে ফাইনাল রাউন্ডে যেতে।
ইয়েমেন দুই ম্যাচে ১৪ গোল দিয়ে বেশ এগিয়ে। সেখানে বাংলাদেশ ৪ গোল দিয়ে হজম করেছে ১ গোল।
সুতরাং গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশকে জিততেই হবে শক্তিশালী ইয়েমেনের বিপক্ষে।
আগের ম্যাচের জয়ী দলের চারজনকে বাদ দিয়ে শুক্রবারের একাদশ সাজায় বাংলাদেশ। এবারের দুই বয়সভিত্তিক সাফে হ্যাটট্রিক করা মিরাজুল, মোর্শেদ,
সিরাজুল ও স্বপনকে বাদ দিয়ে আসাদুল, মিঠু, স্যামুয়েল ও হিমেলকে একাদশে সুযোগ দেয়া হয়।
এই পরিবর্তিত দল ১০ মিনিটে বাংলাদেশ দলকে লিড এনে দিলেও বাকি সময়ে শুধু হতাশাই বাড়াচ্ছিল।
শেষ পর্যন্ত ৭৩ মিনিটে মোলতাজিম আলম হিমেল ব্যবধান বাড়ালে স্বস্তি স্বাগতিকদের শিবিরে।
ভুটান আগের ম্যাচে ইয়েমেনের কাছে ৮ গোলে হেরে এমনিতেই পিছিয়ে পড়ে। আর বাংলাদেশের ২-১ গোলে জয় ছিল সিঙ্গাপুরের বিপক্ষে।
এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের ‘ই’ গ্রুপের ফেবারিট ইয়েমেন।
রোববার মধ্য প্রাচ্যের দেশটির বিপক্ষে নূন্যতম ড্র করে চূড়ান্ত পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখতে শুক্রবার ভুটানের বিপক্ষে বড় জয় দরকার ছিল লাল-সবুজ কিশোরদের।
সেখানে উল্টো গোলরক্ষক সোহানুর রহমানের পোস্ট ছেড়ে বেরিয়ে এসে খেলার কৌশলের সুযোগে ৮ মিনিটে গোলের খুব কাছেই চলে যায় ভুটান।
কাউন্টার অ্যাটাক থেকে তাদের স্ট্রাইকার কামাল উরায়নের শট বাংলাদেশ কিপারকে বোকা বানালেও বল পোস্ট ঘেঁষে বাইরে গেলে রক্ষা পায় পল স্মলি বাহিনী।
এরপরই ১০ মিনিটে লিড ইমরান খান বাহিনীর। আসাদুল মোল্লার ক্রসে নাজিমউদ্দিনের হেড বিপক্ষ কিপারের হাত ফসকে জালে গেলে উল্লাস
কমলাপুর স্টেডিয়ামে উপস্থিত হাজার তিনেক দর্শকের।
এরপর অপরিকল্পিত খেলা গোল বৃদ্ধি করতে দিচ্ছিল না। বিপরীতে ভুটান মাঝ মাঠের দখল নিয়ে চ্যালেঞ্জ জানাতে থাকে আয়োজকদের।
৫৯ মিনিটে সমতা প্রায় করেই ফেলেছিল ভুটান। গোলরক্ষক সোহানের দৃঢ়তায় রক্ষা।
ফাঁকায় থাকা কামাল উরায়নের শটে রুখে দেন তিনি। অবশেষে ৭৩ মিনিটে জয় নিশ্চিত বাংলাদেশের।
অধিনায়ক ইমরানের ফ্রি-কিকে হিমেলের হেড জালে গেলে স্কোর হয় ২-০।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন