• রবি. মে ২৮, ২০২৩

সেমিতে ওঠার লড়াইয়ে ব্রাজিল-ক্রোয়েশিয়া

ডিসে ৯, ২০২২
সেমিতে ওঠার লড়াইয়ে ব্রাজিল-ক্রোয়েশিয়া

সেমিতে ওঠার লড়াইয়ে ব্রাজিল-ক্রোয়েশিয়া

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু আজ থেকে।

প্রথম ম্যাচেই মুখোমুখি হবে এবারের আসরের ফেবারিট

দল ব্রাজিল এবং গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।

এর আগে রাউন্ড-১৬-এর খেলায় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে

সহজ জয় পায় সেলেসাওরা, অন্যদিকে জাপানের সঙ্গে

হাড্ডাহাড্ডি লড়াই করে টাইব্রেকারে কোয়ার্টার ফাইনাল

নিশ্চিত করে ক্রোয়েশিয়া। তবে এবারই প্রথম নয়, এর

আগেও বিশ্বকাপ মঞ্চে এ দুই দল দুবার একে অপরের মুখোমুখি হয়েছে।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম কোয়ার্টার

ফাইনালের ম্যাচে তৃতীয় বারের মতো মুখোমুখি হবে

ব্রাজিল ও ক্রোয়েশিয়া। সেলেসাওদের এ পর্যন্ত কোনো

ম্যাচে জয় পায়নি ক্রোয়েশিয়া। অন্যদিকে ২০০২-এর পর

নক আউট রাউন্ডে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল।

এর আগে ব্রাজিল-ক্রোয়েশিয়ার পরিসংখ্যানে দেখা গেছে,

সব মিলিয়ে চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়

ব্রাজিলের; একটি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যান এবং

শক্তিমত্তার দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও একের

পর এক অঘটন এবারের বিশ্বকাপকে রোমাঞ্চকর করে

তুলেছে। ২০০৫ সালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সর্বপ্রথম

মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে। সে ম্যাচটি

১-১ গোল সমতায় ড্র হয়। এরপর ২০০৬ বিশ্বকাপে প্রথম

বারের মতো বিশ্ব আসরে মুখোমুখি হয় দল দুটি। যেখানে

ব্রাজিল ১-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া

২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় পুনরায় দুদলের দেখা হয়।

সেখানে ব্রাজিল ৩-১ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে।

এদিকে গতবারের রানার্সআপ দল ক্রোয়েশিয়া এবার তুলনামূলক ছন্দে নেই।

তারা একমাত্র নির্ধারিত সময়ে গ্রুপ পর্বে জয় পেয়েছে কানাডার বিপক্ষে।

এছাড়া গ্রুপ পর্বের বাকি দুইটি ম্যাচ মরক্কো এবং বেলজিয়ামের

বিপক্ষে ড্র করে রাউন্ড-১৬ তে উত্তীর্ণ হয়। এ রাউন্ডেও জাপানের

সঙ্গে ১-১ গোলে ড্র করে অবশেষে টাইব্রেকারে জয় নিয়ে উঠে আসে

কোয়ার্টার ফাইনালে। সেই ক্রোয়েশিয়ার থেকে এগিয়ে আছে ব্রাজিল।

সেলেসাওরা গ্রুপ পর্ব থেকে নিজেদের ছন্দ দেখাতে দেখাতে আসছে।

এছাড়া সবশেষ নক আউট পর্বের খেলায় রীতিমতো দক্ষিণ কোরিয়াকে নিয়ে ছেলে খেলা করে জয় তুলে নিয়েছে।

ব্রাজিল (ফরমেশন ৪-২-৩-১)

অ্যালিসন, মিলিতাও, মার্কুইনহোস, সিলভা, দানিলো, পাকেতা, কাসিমিরো, নেইমার, রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিউস।

ক্রোয়েশিয়া (ফরমেশন ৪-৩-৩)

লিভাকোভিচ, জুরানোভিচ, লভ্রেন, জিভারদিওল, সোসা, কোভাসিচ, ব্রজোভিচ, মদরিচ, কামারিচ, পেটকোভিচ, পেরিসচ।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন