সৌদি শিক্ষার্থী কানাডীয় নারীর কর্নিয়া প্রতিস্থাপন করে প্রশংসায় ভাসছেন
সৌদি আরব থেকে বৃত্তি নিয়ে চিকিৎসাবিজ্ঞানে পড়ার জন্য কানাডায় গেছেন
বাদের আল-কাহতানি। সেখানে প্রবীণ এক কানাডীয় নারীর কর্নিয়া প্রতিস্থাপন
করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কাহতানির প্রচেষ্টায় দীর্ঘদিন পর দৃষ্টি ফিরে
পেয়েছেন ওই নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসায় ভাসছেন কাহতানি।
ওই নারীর কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব অটোয়া হাসপাতালে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় কাহতানি জানান,
কয়েক বছর আগে সত্তরোর্ধ্ব ওই নারী ছানির কারণে দৃষ্টিশক্তি
হারিয়েছিলেন। এখন তিনি সবকিছু ভালোমতো দেখতে পান।
কাহতানি বলেন, ‘কয়েক মাস আগে হাসপাতালের জরুরি বিভাগে একজন রোগী আসেন।
তাঁর চোখে ছানি ছিল। এ কারণে তিনি কিছুই দেখতে পেতেন না।
তাঁর কর্নিয়া প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। কর্নিয়া প্রতিস্থাপন, ছানি অপসারণসহ
চোখের বিভিন্ন অস্ত্রোপচারে আমার দক্ষতার কারণে জরুরি বিভাগ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়।’
পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীর চিকিৎসার জন্য একটি বিশেষ পরিকল্পনা করা হয়।
এরপর তাঁর কর্নিয়া প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করা হয়। দ্রুত সেরে ওঠার জন্য
অস্ত্রোপচারের সময় অ্যামিনো মেমব্রেন ব্যবহার করা হয়। অস্ত্রোপচারের পরে
দৃষ্টিশক্তি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালে রাখা হয়েছিল বলে জানান কাহতানি।
শিক্ষার্থী হয়েও একজন পুরোদস্তুর চিকিৎসকের মতো সফল অস্ত্রোপচারে
কানাডীয় নারীর অন্ধত্ব দূর করায় কাহতানির প্রশংসা করেছেন কানাডায়
সৌদি আরবের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মাদ আল-জাবরিন।
দারুণ এ কাজের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবারের সদস্যরাও তাঁর প্রশংসা করেছেন।
আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন