• শনি. মার্চ ২৫, ২০২৩

স্বামীর চরিত্রে অভিনয় করতে করতে বাস্তবেও স্বামী হয়ে গেলেন তিনি

জানু ২৮, ২০২৩

স্বামীর চরিত্রে অভিনয় করতে করতে বাস্তবেও স্বামী হয়ে গেলেন তিনি

বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মাসাবা গুপ্তকে নিয়ে গোটা একটা

সিরিজই করে ফেলেছে নেটফ্লিক্স। দুই ভাগে সেই সিরিজ প্রচারিতও হয়ে গেছে।

এর মধ্যে শোনা গেল নতুন খবর। অভিনেতা সত্যদীপ মিশ্রর সঙ্গে গাঁটছড়া

বেঁধেছেন মাসাবা। ২৬ জানুয়ারি বিয়ে করেছেন তাঁরা। মজার বিষয় হচ্ছে,

‘মাসাবা মাসাবা’ নামের নেটফ্লিক্সের এই সিরিজে মাসাবা গুপ্তার

সাবেক স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন সত্যদীপ।

কোর্ট ম্যারেজ করা এই জুটি অত্যন্ত ঘরোয়া আয়োজনে অনেকটা গোপনেই বিয়ের

অনুষ্ঠান করেছেন। নিজেদের বিয়ে নিয়ে ভোগের ভারতীয় সংস্করণের সঙ্গে কথা

বলেছেন তাঁরা। সেই সাক্ষাত্কার প্রকাশিত হয়েছে গতকাল। এরপরই সামাজিক

যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে মা নীনা গুপ্তা মেয়ের বিয়ের খবর জানিয়েছেন।

নীনার প্রকাশ করা একটি ছবি ও তাঁর ক্যাপশন রীতিমতো ভাইরাল। যে ছবির

ক্যাপশনে নীনা পরিচয় করিয়ে দিয়েছেন মেয়ে, তাঁর স্বামী, শাশুড়ি, ননদ, মেয়ের বাবা ও নিজের স্বামীকে।
মাসাবা ও সত্যদীপের পরিবারের কাছের মানুষেরা
মাসাবা ও সত্যদীপের পরিবারের কাছের মানুষেরা

ডিজাইনার মাসাবা গুপ্তার বিয়ে আর তাঁর পোশাক নিয়ে মানুষের আগ্রহ থাকবে না,

সেটা কি হয়! মাসাবা গুপ্তা বলেন, ‘বিয়েতে আমি ও সত্যদীপ পরেছিলাম

হাউস অব মাসাবার নতুন ব্রাইডাল কালেকশন, যা এই বিয়ের ছবির মাধ্যমেই লঞ্চ হলো (প্রকাশ পেল)।’

মাসাবা পরেছিলেন ভারতের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক লেহেঙ্গা। সোনালি সুতার

এমব্রয়ডারি করা র সিল্কের বরফি পিংক রঙের লেহেঙ্গা পরেছিলেন মাসাবা।

লেহেঙ্গার সঙ্গে গায়ে জড়িয়েছিলেন দুটি ওড়না। একটি লেহেঙ্গার সঙ্গে মিল রেখে

হালকা গোলাপি, অন্যটির রং ছিল লাইম গ্রিন, যার পুরোটা জুড়ে ছিল ফুলেল নকশা।

ওড়নার চারদিকে ছিল জরির পাড়। দুটি ওড়নার একটি

লেহেঙ্গার সঙ্গে পিন করে নিলেও অন্যটি আলগা রেখেছিলেন।

দুই রকম ওড়নার ব্যবহার নিয়ে মাসাবা বলেন, ‘এক সঙ্গে দুই রকম ওড়না গায়ে

জড়ালে কনেকে অন্য রকম দেখায়। এই ওড়নায় আমি ড্রেপিং করার মতো পর্যাপ্ত

কাপড় রেখে তৈরি করেছি। ব্লাউজের সঙ্গে এটি আটকানো আছে। মজার বিষয় হলো,

এই ওড়নায় ঘোমটা দেওয়ার ব্যবস্থাও যুক্ত করা আছে। প্রথম অরগেঞ্জা ওড়নায়

সোনালি সিকুইনসে একটি হার্ট (হৃদয়) নকশা করা হয়েছে,

যা দিয়ে মূলত আমাদের বিয়ের মূল থিম মুক্ত হৃদয়কে বোঝানো হয়েছে।’

হাউস অব মাসাবার নতুন সংগ্রহ থেকে সত্যদীপ মিশ্র বেছে নিয়েছিলেন গোলাপিরই আরেকটি শেড।

অনেকটা পিচ কালারের মতো দেখতে পাঞ্জাবি পরেছিলেন সত্যদীপ। তার ওপরে

চাপানো কটিতে তাঁকে দেখাচ্ছিল অভিজাত। সত্যদীপের পাঞ্জাবি ও কটির

ওপরের ফুলেল নকশাটা এসেছে মাসাবা গুপ্তার লাইম গ্রিন ওড়নার নকশা থেকে।

ইচ্ছা করেই নতুন নকশার কোনো গয়না পরেননি মাসাবা। চেয়েছেন, আভিজাত্য ও

ঐতিহ্যের মধ্যে থাকতে। তাই মায়ের গয়নার বাক্স থেকে ভিনটেজ লুকের গয়না

নিয়ে পরেছিলেন। টায়রা–টিকলির বদলে মাথার চুলে আটকে দেন চাঁদ–সিতারা

(চাঁদ ও সূর্যের মোটিফ) ক্লিপ। চুল আর মেকআপ রেখেছিলেন একেবারে সাধারণ।

তবে কাজল পরতে ভোলেননি। মাসাবা গুপ্তা বলেন, ‘আমি কাজল পরতে খুব ভালোবাসি।

আমার মনে হয়, প্রত্যেক বিয়ের কনের অবশ্যই কাজল পরা উচিত।’

মা নীনা গুপ্তার গয়নার সংগ্রহ থেকে বেছে নিয়েছিলেন পুরানো নকশার গয়না
মা নীনা গুপ্তার গয়নার সংগ্রহ থেকে বেছে নিয়েছিলেন পুরানো নকশার গয়না

মাসাবার বিয়ের লেহেঙ্গাটির কাস্টমাইজড বর্ডারের অংশটাকে সবচেয়ে আকর্ষণীয়

বলে উল্লেখ করেছে ‘ভোগ’। লেহেঙ্গাটিতে পামের মোটিফ রয়েছে, যেটা হাউস অব

মাসাবার প্রথম মোটিফ। একই সঙ্গে লেহেঙ্গায় একটি পাখির নকশা আছে।

একই সঙ্গে যা ঐতিহ্য ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখছেন মাসাবা গুপ্তা।

মাসাবার বাবা ক্রিকেটার ভিভ রিচার্ডস
মাসাবার বাবা ক্রিকেটার ভিভ রিচার্ডস

বিয়েতে দুই পরিবারের বাকি সদস্যরা পরেছিলেন কিছুটা

হলুদ টোনের পোশাক, যার সবই হাউস অব মাসাবা ব্র্যান্ডের।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন