• শুক্র. জুন ৯, ২০২৩

২০১১ সালের পর সৌদি সফরে কোনো সিরীয় পররাষ্ট্রমন্ত্রী

এপ্রি ১৩, ২০২৩

২০১১ সালের পর সৌদি সফরে কোনো সিরীয় পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব সফর করছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। দামেস্ক ও রিয়াদের

মধ্যে সম্পর্কোন্নয়নের অংশ এই সফর। এর মধ্য দিয়ে দুই আরব দেশের মধ্যে

পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা আরও জোরদার হলো।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে গতকাল বুধবার

জেদ্দা পৌঁছান মেকদাদ। সৌদি ও সিরিয়া উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার সংকটের রাজনৈতিক

সমাধানে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন

যা সিরিয়ার ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা এবং

ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার বিষয়েও তাঁরা আলোচনা করবেন।

সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছিল ২০১১ সালে। এরপর এই প্রথম সিরিয়ার কোনো

পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফর করছেন। সৌদি আরব সিরিয়ার বিরোধী পক্ষকে

সমর্থন দিয়েছিল। অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধীদের

অনেকাংশেই পরাজিত করতে সক্ষম হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তিনি।

গত কয়েক মাস ধরে তাঁর সঙ্গে আরব দেশগুলোর যোগাযোগ বাড়তে থাকে।

এই বছর সংযুক্ত আরব আমিরাত ও ওমান সফর করেছেন বাশার আল-আসাদ।

দূতাবাস সেবা চালুর বিষয়ে দামেস্কের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে গত মাসে সৌদি আরব জানিয়েছিল।

এদিকে, সিরিয়াকে আরব লিগে ফেরানো নিয়ে আলোচনা করতে আগামীকাল শুক্রবার

আঞ্চলিক এই জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।

গত মাসে সিরীয় সরকারের গুরুত্বপূর্ণ মিত্র ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে

একমত হয় সৌদি আরব। এরপরই দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা গতি পায়।

আরও আপডেট নিউজ জানতে ভিজিট করুন