হিজরি ১৪৪৫ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৭ জুন) ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় একথা জানানো হয়।
মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবারি ঈদ। ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন।
এদিকে, সৌদি আরবের আকাশেও স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে শুক্রবার (৭ জুন) দেশটিতে জিলহজ মাস শুরু হয়েছে এবং আগামী ১৬ জুন, রোববার (১০ জিলহজ) সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
হিজরি ক্যালেন্ডারে জিলহজ সবশেষ মাস। এটি মুসলমানদের পবিত্র হজের মাস। এ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে হজের খুতবা দেয়া হয়। এবার আরাফাতের দিন সৌদি আরবের সময় অনুযায়ী শনিবার (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে
Leave a Reply