নরেন্দ্র মোদির ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ আনুষ্ঠানে যোগদান উপলক্ষে নয়াদিল্লি অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
১০ই জুন সোমবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে সাক্ষাত হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। সে দেশের চরম অর্থনৈতিক ক্রান্তিকালে বাংলাদেশের সহায়তার জন্য রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন। কৃষিখাতে বাংলাদেশের প্রযুক্তি এবং পর্যটনখাতে শ্রীলঙ্কার দক্ষতা ও বিনিয়োগগত সহযোগিতা নিয়ে আলোচনার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী ।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন, উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের ইউনিয়নমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে ও সাক্ষাৎ করেন
Leave a Reply