1. admin@newsdeskbd.com : admin :
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

অর্থমন্ত্রী: প্রস্তাবিত বাজেটে অনেক কিছুই পুনর্বিবেচনা করা সম্ভব

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৫৬ গননা করুন

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, জাতীয় সংসদের বাজেট পেশ করার পর নানা মহল থেকে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে । আমরা সব প্রতিক্রিয়া আমলে নিচ্ছি । যেগুলো বাস্তবসম্মত এবং বাজেটে বাস্তবায়নযোগ্য আমরা সে গুলো অবশ্যই পুনর্বিবেচনা করার চেষ্টা করব । কারণ বাজেট এখনো পাশ হয়নি ।
গতকাল ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল( বি এ আর সি) মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন । অর্থমন্ত্রী বলেন, বাজেট পেশ করার পর নানা মহল নানা বক্তব্য দিচ্ছে । আবার অনেকেই সমালোচনা করছে । তাদের উদ্দেশে বলব, আমাদের অর্থনীতি নিয়ে, বাজেট নিয়ে বিশ্বব্যাংক কী বলছে সে দিকেও নজর দিয়েন । আমার টাকা লাগবে, বিশ্বব্যাংকের কথা শুনতে হবে । না হলে আপনারা টাকা দেন ।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার । অনেকে বলে কী বাজেট দিয়েছে, এ সরকার পড়ে যাবে । সরকার তো পড়ে নাই । আবার অনেকে বলে, দেশ দেউলিয়া হয়ে গেছে । কোথায় দেউলিয়া হয়েছে? দেউলয়া মানে কী? দেখেন আমরা দেউলিয়া হয়েছি কি না । বাজেট দিলাম, এটা দেখেন ও বোঝার চেষ্টা করেন । এই বাজেট জনবান্ধব বাজেট । কোনো কিছুতে সমস্যা থাকলে পুনর্বিবেচনা করার সম্ভাব । সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের সভাপতিত্ব সেমিনারে আরও বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াকুন শি, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ । ঈদে যে হারে পশু কোরবানি হয়েছে, সেটাকে দেশ ভালো থাকার একটি সূচক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী । তিনি বলেন, দেশ ভালো আছে । বিশ্বব্যাংকও এ কথা বলেছে । আমরা বাজেট দিয়েছি অনেক চিন্তাভাবনা করে । অর্থনীতি নিয়ে প্রিম্যাচিউর বক্তব্য দেবেন না । আমি আপনাদের নিরাশ করতে চাই না । শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার ।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, মানুষের পকেটে টাকা না থাকলে লাখ টাকা দিয়ে কেউ কোরবানি দিতেন না । মানুষের পকেটে টাকা আছে । একসময় বড় বোয়াল সারা দিন বিক্রি হতো না । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকত বাজারে । এখন বড় বোয়ালের তিন জন ক্রেতা দাঁড়িয়ে থাকেন । গ্রামের মানুষেরও সক্ষমতা বেড়েছে । ভর্তুকির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলে উল্লেখ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী । তিনি বলেন, রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার থেকে ২০ বিলিয়ন ডলারে এমনি এমনি আসেনি । কারণ, ১৪ বিলিয়ন ডলার সার ও জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ দিতে হয়েছে । দেশে রেমিট্যান্স বেড়েছে । সামনে আরও ভালো সময় আছে । বাজারে কোনো পণ্যের যেন ঘাটতি না থাকে, সে জন্য আমরা কাজ করছি । মিয়ানমার থেকে আদা ও মরিচ আমদানির চেষ্টা করছি । আমরা চাই, ১২ মাস কোনো পণ্যের যেন ঘাটতি না থাকে । ডলারের দাম বাড়লেও ভোজ্য তেলের দাম স্থিতিশীল ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© newsdeskbd All rights reserved © ২০২৫
Theme Customized By BreakingNews