1. admin@newsdeskbd.com : admin :
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

নারী এশিয়া কাপে:ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার প্রথম শিরোপা

  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৮৪ গননা করুন

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ ভারতকে হারিয়ে জিতলো শ্রীলঙ্কার মেয়েরা। রবিবার ডাম্বুলায় ১৬৫ রানের জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ৮ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার এটি প্রথম শিরোপা।

প্রথমে ব্যাটি করতে নেমে ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ১৯ বলে ১৬ রান করে বিদায় নিলে আরেক ওপেনার স্মৃতি মান্ধানার করেন ৪৭ বলে ৬০ রান। তিন নাম্বরে ব্যটিং এ নামা উমা ছেত্রী ৯ এবং চার নাম্বারে নামা হারমনপ্রীত ১১ রানে সাজ ঘরে ফেরেন। শেষ দিকে রদ্রিগেজ ২৯ ও রিচা ঘোষের ৩০ রান ভারতকে লড়াই করার মত পুঁজি এনে দেয়।

১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই ওপেনার বিষ্মী গুণারত্নে রান আউট হয়ে ফিরে আসেন সাজ ঘরে দলের সংগ্রহ তখন মাত্র ৭রান। এরপর দারুণভাবে হাল ধরে দলেক জয়ের বন্ধরে নিয়ে যান চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমা। দুজন মিলে দলে জন্য করেন ৯৪ রান ।
১২ তম ওভারে ছেদ পড়ে তাদের জুটিতে। ভারতীয় স্পিনার শর্মার করা এক বলে সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হন চামারি। চামারি আতাপাত্তু তার আগে ৪৩ বলে ৬১ রান করেন। তার বিদায়ের পর দায়িত্ব কাঁধে তুলে নেন সামারাবিক্রমা অপরাজিত থেকে ৫১ বলে ৬৯ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। এ ছাড়া আর এক অপরাজিত ব্যাটার দিলহারি ১৬ বলে ৩০ রান নিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চত করেন ।
বিপ্র/এম

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© newsdeskbd All rights reserved © ২০২৫
Theme Customized By BreakingNews