অনলাইন ডেক্স:
ঢাকার কেরানীগঞ্জের চুনকাটিয়ায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ডাকাত দলের তিন সদস্য আত্মসমর্পণ করেছে। তবে ঘটনাস্থলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় যৌথবাহিনীর অভিযানের জবাবে তিন ডাকাত অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ব্যাংক থেকে ডাকাতদের আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে চুনকুটিয়া রূপালী ব্যাংকে একদল ডাকাত হামলা চালায়। ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকে ঢোকার পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ও দারোয়ান ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে যৌথবাহিনী এসে ব্যাংক ঘেরাও করে। আর আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তাদের সঙ্গে সমঝোতা শেষে বিকেল সাড়ে ৫টায় ডাকাত দলের তিন সদস্য আত্মসমর্পণ করে।
র্যাব-১০ এর অধিনায়ক খালিদুর হক হাওলাদার জানান, ডাকাত দলের সদস্যরা আলোচনার মাধ্যমে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টাকার কোনো ক্ষতি হয়নি। ব্যাংকের ভেতরে তিনজন ছিলেন। তাদের বাইরে লোক ছিল। গ্রেপ্তার তিনজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
বিডি-দি/বাজিত
Leave a Reply