1. admin@newsdeskbd.com : admin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ গননা করুন
উপদেষ্টা হাসান আরিফ আর নেই
উপদেষ্টা হাসান আরিফ আর নেই

অনলাইন ডেক্স
অন্তর্বর্তী সরকারের ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এএফ হাসান আরিফের সহযোগী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হাসান আরিফ স্যার অসুস্থ বোধ করেন এবং বিকেল সাড়ে ৩টার দিকে ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এছাড়া উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ জানান, বিকেল ৩টার দিকে তার বাবা বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসকরা।
এএফ হাসান আরিফ ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। একই দিন সকাল ৯টা ২০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস শপথ নেন।

এএফ হাসান আরিফ ২০০১থেকে ২৮ এপ্রিল, ২০০৫ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি ও ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

এএফ হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশের হাইকোর্টে কাজ শুরু করেন।

বিডি-প্রদিন/জিত

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© newsdeskbd All rights reserved © ২০২৪
Theme Customized By BreakingNews