অনলাইন ডেক্স:
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শনিবার সেলের টিম লিডার অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ছাত্র-ছাত্রীদের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নামের তালিকা চূড়ান্ত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জুলাই-আগস্ট মাসে জনসাধারণ এবং প্রতিপক্ষের হামলায় শহীদ বা আহত হন। এরই অংশ হিসেবে শহীদ ও আহতদের তালিকা চূড়ান্ত করতে গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের ওয়েবসাইটে প্রথম খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে প্রথম পর্বের দুটি খসড়া তালিকা ২৩ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এমতাবস্থায়, প্রকাশিত দুটি খসড়া তালিকায় শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই/সংশোধন/চূড়ান্ত করার জন্য তাদের পরিবারের সদস্য/উত্তরাধিকারী/প্রতিনিধিদের তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। উপরন্তু, প্রকাশিত তালিকা সম্পর্কে কারো কোন মতামত/পরামর্শ থাকলে বা যুক্ত/মুছে ফেলার মত যুক্তি সঙ্গত তথ্য থাকলে, গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ই-মেইলে (muspecialcell36@gmail.com) জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ২৩ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।
এর আগে শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা.সায়েদুর রহমান জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা তৈরি করে পরবর্তী মন্ত্রিসভায় পাঠানো হবে। তবে এই তালিকা চূড়ান্ত তালিকা নয়। তথ্য যাচাই-বাছাইয়ের কাজ এখনো চলছে। পরবর্তীতে আরও শহীদের তথ্য পাওয়া গেলে তাও তালিকায় অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভায় পাঠাব।
ওই দিন গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেলের টিম লিডার খন্দকার জহিরুল ইসলাম বলেন, এ পর্যন্ত আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে ৮৫৯ জন শহীদের সত্যায়িত তথ্য পেয়েছি। এ বিষয়ে কাজ চলমান নয়।
বিডি প্রদিন/আরা
Leave a Reply