অনলাইন ডেস্ক:
স্কুল-কলেজের মতো পুরুষ ও মহিলা মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষকরা কর্মজীবনে দুইবার এবং নারী শিক্ষকরা তিনবার কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ পাবেন। শিক্ষকরা প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন। এ বিধান মাথায় রেখে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে।
এটিকে বলা হবে অটোমেটেড সফটওয়্যার-২০২৪-এর মাধ্যমে বেসরকারি শিক্ষামূলক (মাদ্রাসা) প্রতিষ্ঠানে কর্মরত NTRCA-প্রস্তাবিত এমপিও-অধিভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতি। এতে স্বাক্ষর করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. কে এম কবিরুল ইসলাম।
অধিদফতরের মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান জানান, স্কুল-কলেজের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা তৈরি করে জারি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বদলির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। গত বৃহস্পতিবার স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন। যদি তাদের নিজ জেলায় কোনো শূন্যপদ না থাকে, তাহলে তারা তাদের বিভাগের যে কোনো জেলায় শূন্য পদে বদলির জন্য আবেদন করতে পারেন। প্রথমবার চাকরিতে যোগদানের দুই বছর পূর্ণ হলে শিক্ষকরা বদলির জন্য যোগ্য হবেন। বদলি হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদানের দুই বছর পার করার পর তারা বদলির আবেদন করতে পারবেন।
একটি খালি পদের জন্য একাধিক আবেদন প্রাপ্ত হলে, জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনা করে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরিতে যোগদানের তারিখের ভিত্তিতে জ্যেষ্ঠতা বিচার করা হবে। একটি মাদ্রাসা থেকে মাত্র একজন ব্যক্তি বছরে বদলি হওয়ার সুযোগ পাবেন।
বিডি প্রতদিন/আরা
Leave a Reply