অনলাইন ডেস্ক
নির্বাচনী সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শেখ আবদুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনী সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ৩ অক্টোবর নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। এদিকে গঠিত ছয়টি সংস্কার কমিশন ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও কোনোটিই করেনি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ছয়টি সংস্কার কমিশনই সময় বাড়িয়েছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ই সেপ্টেম্বর ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। এগুলো হলো: নির্বাচনী সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।
বিপ্রতি
Leave a Reply